শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে মনিকা আক্তার (১৪) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক হাবিবের দোকান নামক স্থানে এই ঘটনা ঘটে।

উপজেলার বৈলছড়ী ইউনিয়নের হাবিবের দোকান এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে ওই তরুণী সিএনজি থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সে মহেশখালী থানার মাতার বাড়ি উত্তর রাজঘাটা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় নাছির উদ্দীনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে সিএনজি যোগে মহেশখালী যাওয়ার পথে বৈলছড়ি হাবিবের দোকান এলাকায় হঠাৎ সিএনজি থেকে ওই তরুণী মনিকা আক্তার সড়কে ছিটকে পড়ে। সে সময় বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম  জানান,  চলন্ত  সিএনজিতে ঘুমন্ত অবস্থায় গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় ওই তরুণী। বিপরীত দিক থেকে আসা বাসের সাথে ধাক্কা লেগেই  তাৎক্ষণিকভাবে জায়গায়  তার মৃত্যু হয়।  কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি।

শেয়ার করুন