বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি আজ অতীত, গুম-খুনের রাজনীতিকে এদেশের জনগণ আজ বিদায় জানিয়েছেন। তাদের গুমের শিকার হয়ে আমি ৭ বছর বন্ধি ছিলাম, বাবাকে হারিয়েছি। আজ বাবার শূন্যতা পূরণ করতে আমার মত ১০টা হুম্মামের পক্ষেও সম্ভব নয়। আপনাদের ভালবাসা আমার পরিবার কোনদিন ভুলতে পারবেনা। আমার দাদা ফজলুল কাদের চৌধুরী কুমিল্লা থেকে এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। আমার বাবার হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। সব মিথ্যা মামলার বিচার হবে। বিগত ২৩ অক্টোবরের পর আপনারা বনে জঙ্গলে ঘুমিয়েছেন। ইতিহাসের জগন্যতম টর্চার সেল আয়না ঘরের স্রষ্টা শেখ হাসিনাকে জনগণ আজ প্রত্যাখান করেছে। জনরেষানলে পড়ে আজ দেশ থেকে পালিয়েছে। এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছাড়িয়ে কোন লাভ হবেনা। জনগণ সেই সস্তা বুলি এখন আর খায়না।
১৭ ফেব্রুয়ারি সোমবার বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবীতে আলোচনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজের সঞ্চালনায় পৌরসভা অডিটোরিয়ামে বিকেল ৩ টায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আবু তালেব, উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াকিল আহম্মদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, ইলিয়াস সিকদার, জেলা বিএনপি নেতা সৈয়দ ফজলুল করিম মিনা, জেলা যুবদলের সহ সভাপতি শাহেদ কামাল, যুগ্ম সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রুবেল, উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, সাবেক পৌর মেয়র নুরুল আমিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. হোসেন, পৌর বিএনপি নেতা খোরশেদ আলম, হেলাল উদ্দিন শাহ, মো. মসিউদ্দৌলা, এখতেয়ার হোসেন, সৈয়দ নুর, প্রকৌশলী নাসির উদ্দিন, জিয়া মঞ্চ কেন্দ্রিয় সহ-সভাপতি মোহাম্মদ আবদুল হালিম, সহ সভাপতি জিয়াউদ্দিন কাদের, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও জেলার সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, সহ আন্তর্জাতিক সম্পাদক আবদুল গফুর খাঁন, সহ মানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকী, রাঙ্গামাটি জেলা জিয়া মঞ্চ সভাপতি সাজাই প্রু মারমা, উত্তরজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক এজলাস, মো. ইসমাইল, এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গির এলাহি, যুবদল নেতা আবুল হোসেন, রাউজান উপজেলার জিয়া মঞ্চ সভাপতি মাহাবুব আলম, মো. ফরিদ, দেলোয়ার খান জয়, ওসমান সিকদার, ইব্রাহিম সাগর, জসিম উদ্দিন, বেলাল সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করে হুম্মাম কাদের চৌধুরী আরো বলেন, অসংখ্য মামলা দিয়ে দীর্ঘ ১৬টি বছর রাঙ্গুনিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জেল খাটিয়েছেন, হত্যা করিয়েছেন, আজ সময় এসেছে আগামী চর্তুদশ জাতীয় সংসদের ধানের শীর্ষ প্রতিকে ব্যালেটের মাধ্যমে সেই হামলা, মামলা ও হত্যার প্রতিশোধ নেবার। আওয়ামীলীগের নেতারা কোন রাস্তা দিয়ে হাটেন আমরা দেখে নেব। আওয়ামীলীগ পাগলা কুকুরের মত আক্রমন করার চেষ্টা করছে। মাদক ও বালিতে আওয়ামী লীগের সাথে ভাগ ভাটোয়ারার ব্যাবসায় যারা জড়িত তাদেরও বিচার করা হবে। সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে, একজনকে আরেক জনের পাশে থাকতে হবে। আগামী ১০ রমজান সকলকে ইফতার মাহফিলের দাওয়াত দিয়ে দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়।












