শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

২৪ ঘন্টায় সিএমপির অভিযানে ৪৩ জন গ্রেফতার

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি রাত থেকে চলা নগরীর বিভিন্ন থানায় পরিচালিত অভিযানে এসব আসামিদের আটক করা হয়।

গ্রেফতারদের মধ্যে ডবলমুরিং থানার মোঃ ইউসুফ (৫১), মোঃ নুর ইসলাম প্রকাশ রিপন (২০), মোঃ রিফাত (১৯) ও মোঃ ইয়াসিন আরাফাত (১৯) অন্যতম। এছাড়া বাকলিয়া থানার মোঃ কামাল (৪২), ইমন (২৭) ও মোঃ তারেক (৩৪), পাঁচলাইশ থানার মোঃ রুবেল (২৫), মোঃ আব্দুল্লাহ (২০) সহ অন্যান্য আসামিদের বিভিন্ন মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এছাড়া আনোয়ারা থানার বারশত ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ জালাল (২৬) এবং সোনাগাজী থানার ১নং চর মজলিসপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন প্রকাশ আনোয়ার খায়ের (৪২) গ্রেফতারদের তালিকায় রয়েছেন।

সিএমপি জানায়, আটককৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।

পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিএমপি।

শেয়ার করুন