শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পেকুয়ার ২ জন নিহত

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পেকুয়ার ২ ডেকোরেশন শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পেকুয়া-চকরিয়ার সংযোগ ব্রীজ বাঘগুজারা ব্রিজ সংলগ মরংঘোনা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ২ জন নিহত হয়েছে। এরা হলেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামার বাজার পাড়া এলাকার মোহাম্মদ হারুন রশীদের ছেলে মোহাম্মদ রুবেল (২৮) এবং একই ইউনিয়নের বিলহাচুরা এলাকার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম ( ২২)।
স্থানীয়রা জানান রাত সাড়ে বারোটার দিকে বাঘগুজারা ব্রিজের পাশে পানবাহী মিনি পিক-আপ ডেকোরেশনের মালবাহী ট্রলিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলিতে থাকা ২ জন ঘটনাস্থলে নিহত হন।
সদরের ইউপি সদস্য আবু ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে এ মর্মান্তিক সডক দুর্ঘটনা হয়। এতে আমার ওয়ার্ডের রুবেল এবং বিলহাচুরার সেলিম নিহত হন।
স্থানীয়রা ঘাতক পিক-আপ গাড়িটি আটক করার পর খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
পেকুয়া সদরের ইউপি সদস্য আবু ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে এ মর্মান্তিক সডক দুর্ঘটনা হয়। এতে আমার ওয়ার্ডের রুবেল এবং বিলহাচুরা এলাকার সেলিম নিহত হন

শেয়ার করুন