৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে রাঙ্গুনিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে রাঙ্গুনিয়া প্রেসক্লাব।
এ উপলক্ষ্যে গতকাল (২১ ফেব্রুয়ারি) সকালে ইছাখালী পৌর সদরে জমায়েত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন এবং শোভযাত্রা সহকারে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
শোভাযাত্রায় অংশ নেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সহ সভাপতি আবদুল করিম চৌধুরী, সহ সম্পাদক জাকেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সম্পাদক আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, দপ্তর সম্পাদক নেজাম উদ্দিন, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোরশেদুল আলম, প্রশিক্ষণ ও গণযোগাযোগ সম্পাদক মুজিবুল্লা আহাদ, নির্বাহী সদস্য রাশেদুল আলম রাশেদ, সেকান্দর হোসেন শান্ত, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন।
এসময় সকল শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাঙ্গুনিয়া প্রেসক্লাব ও পেশা জীবি সংগঠন নেতৃবৃন্দ ও উপজেলায় প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।












