শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

সিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৩৪ জন গ্রেফতার

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত থেকে চলা অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে চান্দগাঁও থানার মো. শাহিন (২৭), মো. জব্বার (৫২) ও মো. আরমান উদ্দিন নিশাত (২০) রয়েছেন। আকবরশাহ থানার আসামিদের মধ্যে আছেন ওমর মিয়া (৫৪), জালাল হোসেন আরিফ (১৯) ও মো. পারভেজ (২৮)।

 

এছাড়া, পতেঙ্গা মডেল থানার ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন (৩৫) ও মো. বেলাল উদ্দিন রনি (৩০), সদরঘাট থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. মুসলিম উদ্দিন (৩৮), হালিশহর থানার মো. জিয়াউল হক রাজু (৪৭) এবং ইপিজেড থানার মো. ফোরকান (৪২) গ্রেফতার হয়েছেন।

ডবলমুরিং মডেল থানায় গ্রেফতারকৃতদের মধ্যে মো. শামিমুল করিম (৩৮), মো. আরিফুল ইসলাম (২৩), জাহিদুল ইসলাম (২৪), মো. জুয়েল (৪৫), মো. সাহাব উদ্দিন (৩৯) ও আবু বক্কর সিদ্দিক ওরফে তারেক (২৩) রয়েছেন।

এছাড়া, কোতোয়ালী, বাকলিয়া, পাহাড়তলী, চকবাজার, খুলশী, পাঁচলাইশ, কর্ণফুলী, বন্দর ও বায়েজিদ বোস্তামী থানার মোট ১৮ জন আসামিকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার সঙ্গেও জড়িত বলে জানা গেছে।

সিএমপি’র বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন