শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীতে ১৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কৃষি বিপণন আইনে মামলায় ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদুল আলমের নেতৃত্বে গুনাগরী খাসমহল বাজার এলাকায় অভিযান পরিচালনা কালে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে পুকুরিয়া চাঁদপুর বাজারে অভিযান পরিচালনা করে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

আলাদা আলাদা এই দুই অভিযানে ১৬টি মামলায় উক্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে সর্বমোট ১ লাখ ৯ হাজার ৫শ টাকা অর্থদন্ড দিয়েছে প্রশাসন।

কোন অসাধু ব্যবসায়ী নিত্য পণ্য ক্রয়-বিক্রয়ে ভোক্তাদের ক্ষতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন