সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার সাইন্স অ্যালামনাই এসোসিয়েশন এর ইফতার মাহফিল প্রতিবারের ন্যায় এবার ও নগরীর একটি রেস্তোরায় ২৩ মার্চ অনুষ্টিত হয়। এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রিজভী রহমান, সৌমেন, সেক্রেটারি আব্দুল আউয়াল, জসিম, শাহজাহান, জসিম প্রমুখ। এতে এতিম শিশুদের জন্য ইফতার ও ডিনার এর আয়োজন করা হয়।
সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার সাইন্স অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সমাজ সেবা মুলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। যেমন প্রতি বছর শীতকালে এতিম বাচ্চাদের মাঝে কম্বল এবং শীত বস্ত্র বিতরন করে থাকে , রোজার সময় ইফতার সামগ্রি এবং এতিম বাচ্চাদের সাথে ইফতার করাসহ অন্যান্য সেবা মুলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। এছাড়া ডিপার্মেন্ট এর ছাত্রছাত্রীদের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং খেলাধুলার উন্নয়নের জন্য ক্লাবের সদস্যরা বিভিন্নভাবে অংশগ্রহন করে ছাত্রছাত্রীদের সহযোগিতা এবং উৎসাহ দিয়ে থাকে। ভবিষ্যৎতে আরও উন্নয়নমুলক এবং সহযোগিতামুলক কাজর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে এই ক্লাব, সকল সদস্যরা এই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন বর্তমান সভাপতি।












