শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার সাইন্স অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল  

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার সাইন্স অ্যালামনাই এসোসিয়েশন এর ইফতার মাহফিল প্রতিবারের ন্যায় এবার ও নগরীর একটি রেস্তোরায় ২৩ মার্চ অনুষ্টিত হয়। এসোসিয়েশন এর সভাপতি  মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রিজভী রহমান, সৌমেন, সেক্রেটারি আব্দুল আউয়াল, জসিম, শাহজাহান, জসিম প্রমুখ। এতে এতিম শিশুদের জন্য ইফতার ও ডিনার এর আয়োজন করা হয়।

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার সাইন্স অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সমাজ সেবা মুলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। যেমন প্রতি বছর শীতকালে এতিম বাচ্চাদের মাঝে কম্বল এবং শীত বস্ত্র বিতরন করে থাকে , রোজার সময় ইফতার সামগ্রি এবং এতিম বাচ্চাদের সাথে ইফতার করাসহ অন্যান্য সেবা মুলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। এছাড়া ডিপার্মেন্ট এর ছাত্রছাত্রীদের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং খেলাধুলার উন্নয়নের জন্য ক্লাবের সদস্যরা বিভিন্নভাবে অংশগ্রহন করে ছাত্রছাত্রীদের সহযোগিতা এবং উৎসাহ দিয়ে থাকে। ভবিষ্যৎতে আরও উন্নয়নমুলক এবং সহযোগিতামুলক কাজর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে এই ক্লাব, সকল সদস্যরা এই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন বর্তমান সভাপতি।

সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, অ্যালামনাই সংগঠন করা মানে পুরনো বন্ধু, সহপাঠী এবং পেশাগত নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি যেসব সুযোগ সুবিধা তাদের ভ্রাতৃত্ব বন্ধন কে অনন্য করে তুলবে তা হলো।
পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব, পেশাগত সংযোগ ও ক্যারিয়ারের সহায়তা, সামাজিক ও দাতব্য কার্যক্রম, ইনস্টিটিউশনের উন্নয়ন, ব্যাচমেটদের সাথে ব্যবসায়িক সুযোগ,  পারিবারিক সংযোগ , বিনোদন ও পুনর্মিলনী সহ আরও নানান সুযোগ সুবিধা সৃষ্টি করবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শেয়ার করুন