চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের গ্র্যান্ড ওপেনিং ও ইফতার মাহফিল ২৩ মার্চ কলেজ ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.জালাল উদ্দিন, হাসপাতালের পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য তারিকুল ইসলাম তানভীর ও মোঃ সাইফুল আলম, হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ নুরুল হক ও উপ-পরিচালক মেডিকেল এফেয়ার্সস ডাক্তার এ কে এম আশরাফুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার অলোক নন্দী, আইসিইউ ইনসারজ সহযোগী অধ্যাপক ডাক্তার মাহাদী হাসান, ডাক্তার চিন্ময় বৈদ্য এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, অ্যালামনাই সংগঠন করা মানে পুরনো বন্ধু, সহপাঠী এবং পেশাগত নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি যেসব সুযোগ সুবিধা তাদের ভ্রাতৃত্ব বন্ধন কে অনন্য করে তুলবে তা হলো।পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব, পেশাগত সংযোগ ও ক্যারিয়ারের সহায়তা, সামাজিক ও দাতব্য কার্যক্রম, ইনস্টিটিউশনের উন্নয়ন, ব্যাচমেটদের সাথে ব্যবসায়িক সুযোগ, পারিবারিক সংযোগ , বিনোদন ও পুনর্মিলনী সহ আরও নানান সুযোগ সুবিধা সৃষ্টি করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম ব্যাচের ছাত্র ডাক্তার সাইফুদ্দিন আজাদ, ডা.সৈয়দ আসিফ,তৃতীয় ব্যাচের ডাক্তার মিনহাজ উদ্দিন, চতুর্থ ব্যাচের ডাক্তার আদনান ইব্রাহিম,পঞ্চম ব্যাচের,ডাক্তার রাকিবুল ইসলাম তান্নাহ,ষষ্ঠ ব্যাচের ডাক্তার হামেদ জিসহাম, সপ্তম ব্যাচের ডাক্তার নাজমুস সাকিব, অষ্টম ব্যাচের ডাক্তার রিদওয়ান, নবম ব্যাচের ডাক্তার তারেকুর রহমান ও ডাক্তার ইত্তেদার হক খান, দশম ব্যাচের,ডাক্তার মোতাহার হোসেন শাওন ১১ তম ব্যাচের ডাক্তার তাজদীদ, ১২ তম ব্যাচের ডাক্তার আনাস, ও ১৩ তম ব্যাচের ছাত্র ডা. শাকিব প্রমূখ।












