শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ২০২৫

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

আনন্দের অন্যতম উপলক্ষ ঈদ। দিন দুয়েক পরেই আসছে সেই শুভক্ষণ। আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই প্রিয়জন আর পরিচিতজনদের ঈদের শুভেচ্ছা জানান সবাই। এবার ঈদে বন্ধুবান্ধব, প্রিয়জন, সহকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে কী বার্তা পাঠাবেন বুঝতে পারছেন না? চলুন কিছু বার্তা জেনে নেওয়া যাক-

বার্তা ১- ‘জীবনের কোনো মুহূর্তই আনন্দের চেয়ে কম হওয়া উচিত নয়। আল্লাহ তোমাকে সর্বদা নিরাপদ রাখুন।’
বার্তা ২- ‘আল্লাহ তাঁর সৃষ্ট প্রতিটি মানুষের প্রতি করুণা করেন। কারো প্রতি কম-বেশি নয়। তোমাকে জানাই ঈদ মোবারক।’

বার্তা ৩- ‘আল্লাহ রহমত তোমার ওপর বর্ষিত হোক, তোমার জীবনে সুখের নদী বয়ে যাক। ঈদের শুভেচ্ছা রইল।’
বার্তা ৪- ‘ঈদ মোবারক। এই ঈদ আপনার এবং আপনার পরিবারের জন্য আনন্দ বয়ে আনুক।’

বার্তা ৫- ‘ঈদের শুভেচ্ছা নিও। এই ঈদে তোমার সকল ইচ্ছা পূরণ হোক।’
বার্তা ৬- ‘তোমার জীবনের একটি মুহূর্তও যেন সুখের চেয়ে কম না হয়, তোমার কোনো দিনই যেন ইদের চেয়ে কম না হয়।’

বার্তা ৭- ‘ঈদে আল্লাহ আপনার জন্য সুখের সব দরজা খুলে দিন। ঈদ মোবারক।’
বার্তা ৮- ‘তুমি যা চাও, আল্লাহর কাছে চাও। প্রার্থনা করি যেন তুমি সবকিছু পাও।’

বার্তা ৯- ‘প্রিয়জনদের নিয়ে কাটুক মধুর মুহূর্ত। ঈদের খুশিতে হৃদয় হোক আলোয় উদ্ভাসিত। ঈদ মোবারক।’
বার্তা ১০- ‘ঈদ মোবারক। আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে সুখী ও সমৃদ্ধ করুন।’

শেয়ার করুন