শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

কক্সবাজারে উড়ন্ত বিমান থেকে খুলে পড়ল চাকা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

উড্ডয়নের পর পেছনের চাকা খুলে পড়া কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। তারা সবাই অক্ষত রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়। পরে দুপুরে বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রীরাও সবাই নিরাপদে আছেন।

এর আগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১ টা ২০ মিনিটে বিমানের বিজি ৪৩৬ ফ্লাইট শিশুসহ ৭১ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা করে। উড্ডয়নের পরে পাইলট বুঝতে পারেন বিমানের চাকা খুলে গেছে। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস।

শেয়ার করুন