শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

ফুলের হাসি ফাউন্ডেশনের  মুলাদী উপজেলা কমিটির অভিষেক ও আলোচনা সভা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

“আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই- স্বপ্নকে ছড়িয়ে দেই” এই স্লোগানে ‘ফুলের হাসি ফাউন্ডেশন’ বরিশাল মুলাদী উপজেলা কার্যকরী কমিটির অভিষেক ও আলোচনা সভা ঝাঁকজমকপুর্ন অনুষ্ঠানের মাধ্যমে বুধবার (১৮ জুন,২০২৫) পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত শেষে মহান ভাষা শহীদ, ১৯৭১ এর স্বাধীনতা ও ২৪ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা কামাল সিকদারের সভাপতিত্বে ও ফুলের হাসি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা,  সংগঠক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দীন, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন মালেশিয়া প্রবাসী ফুলের হাসি ফাউন্ডেশন উপদেষ্টা মারুফ সিকদার,  প্রধান আলোচক ছিলেন পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন ফুলের হাসি ফাউন্ডেশন এর উপদেষ্টা মাওলানা নেছার উদ্দিন সিকদার, সহ-সভাপতি ডাক্তার রাকিবুল ইসলাম খান, মো: খালেদ হোসেন হাওলাদার,  সা. সম্পাদক আবদুস সামাদ লালন সিকদার সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কামাল সিকদার ও সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন আবদুস সামাদ লালন।

প্রধান অতিথি মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দীন বলেন, সুবিধা বঞ্চিত মানুষের জন্য মানবিক কার্যক্রমের সাথে তিনি নিজেও জড়িত, সেই সাথে ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতি শুভকামনা ও নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরো বলেন, “সামাজিক ভাল ও মানবিক কাজে আমাকে সব সময় পাশে পাবে ফুলের হাসি।”উপদেষ্টা মারুফ সিকদার বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই উদ্যোগ অসাধারণ। আশা করি ফুলের হাসি ফাউন্ডেশন সব সময় মানবিক কার্যক্রম এভাবেই চালিয়ে যাবেন।

প্রধান আলোচক, অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ূন বলেন, ফুলের হাসি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা তসলিম পূর্ব হোসনাবাদ কলেজ এর আমাদের ছাত্র, তার এই সংগঠন এর সফলতা কামনা ও নতুন কমিটির জন্য শুভকামনা।

সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, আমি নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব গ্রহণের পাশাপাশি, আশা করি সমাজের বিত্তবানরাও গরীব, অসহায়দের সাহায্য এগিয়ে আসবেন।

শেয়ার করুন