শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চমা‌শিহা‌তে সীকম গ্রু‌পের কর্নধার মোঃ আ‌মিরুল হ‌কের ৫ টি বাইপ‌্যাপ মে‌শিন অনুদান

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

https://youtu.be/oMOkn8uW1qE
 ১৪ আগস্ট ২১ ইং শ‌নিবার সকা‌ল ১১ টায়  সীকম গ্রুপের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ওয়ার্ডের জন্য ৫টি বাইপ‌্যাপ মেশিন  অনুদান হিসেবে প্রদান করা হয়। হাসপাতালের  ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো মো‌র্শেদ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির  নিকট উক্ত বাইপ‌্যাপ মেশিন সমূহ হস্তান্তর করেন সীকম গ্রুপের পরিচালক  জহুর আহমেদ ও জেনারেল ম্যানেজার জনাব এস এম নাসির উদ্দিন আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মোঃ রেজাউল করিম আজাদ, ডোনার সদস্য ইঞ্জিঃ মোঃ জাবেদ আবছার চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিম উদ্দিন, সদস্য মিসেস রেখা আলম চৌধুরী, অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ,  মোঃ আহছান উল্যাহ,  এস এম কুতুব উদ্দিন,  এম জাকির হোসেন তালুকদার,  মোহাম্মদ সাগির, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন)  মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডাঃ এ কে এম আশরাফুল করিম প্রমুখ।
করোনা রোগীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য সীকম গ্রু‌পের  কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।
 হাসপাতা‌লের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, ট্রেজারার মোঃ রেজাউল ক‌রিম আজাদ, ডোনার মেম্বার ই‌ঞ্জিঃ মোঃ জা‌বেদ আবছার চৌং ও  অধ‌্যাপক লায়ন ড. মো সানাউল্লাহ ।
 উল্লেখ্য, সীকম গ্রুপ ইতোপূর্বেও করোনা রোগীদের চিকিৎসার জন্য অত্র হাসপাতালে ১১টি ভেন্টিলেটরসহ হাই‌ফ্লো ন‌্যাজল ক‌্যা‌নোলা অনুদান হিসেবে প্রদান করেন।
শেয়ার করুন