শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চকরিয়া-পেকুয়া সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

রক্তে ভেসে যাচ্ছিল শরীরটা। পাশে ছিটকে পড়ে ছিল মোটরসাইকেলটি। রাস্তার পাশে ভয়ার্ত চোখে তাকিয়ে ছিল কয়েকজন পথচারী। ততক্ষণে মারেফুল ইসলাম শিহাবের নিঃশ্বাস থেমে যাওয়ার পথে।

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া-মগনামা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে মারেফুল ইসলাম শিহাব।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই সড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা নতুন রাস্তা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা সংঘটিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত মোটরসাইকেল আরোহী যুবকের নাম সিহাবুল ইসলাম সিহাব (২০)। সে পাশ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৌমুহনী (সাবেক গুলদি) গ্রামের বদিউল আলমের পুত্র। বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পেকুয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান- খবর পেয়ে নিকটস্থ হারবাং ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন