ইমাম আহমদ রেজা খান বেরলভী ( রাহ:) ১০৭ তম ওফাত দিবসে ওরশে আলা হযরত ও সুন্নী সম্মেলন ১৯ আগস্ট মঙ্গলবার বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড স্থানীয় ওমর শাহ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
জামেয়া রজভীয়া হানিফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হানিফ সওদাগরের সভাপতিত্বে ও মাও. সেলিম রেজার সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিটি মেয়র ডা:মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,পূর্বধারা পত্রিকা সম্পাদক মন্ডলীর চেয়ারম্যান সৈয়দ মো: মোরশেদ হোসেন,। প্রধান আলোচক ছিলেন মাও. সৈয়দ মো: অসিউর রহমান আলকাদেরী,বয়ান পেশ করেন, মাওলানা হাসান রেজা আলকাদেরী,মাও. সাদিকুর রহমান হাশেমী, মাওঃ বদিউল আলম রেজভী, মাও. আবুল কালাম আমেরী,মাও.রফিকুল ইসলাম আনোয়ারী,মুফতি ছগির আহমদ আলকাদেরী মাও. বেলাল হোসেন আলকাদেরী ও মাওঃ মোঃ ইউনুছ তৈয়্যবী।
এ সময় উপস্থিত ছিলেন,বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরূ মুহাম্মদ চৌধুরী, পূর্বধারা প্রত্রিকার প্রধান সম্পাদক লায়ন শাহাজান শরীফ,মাওলানা ইদ্রিস রেজবী,মাওলানা আব্দুল্লাহ আল নোমান,পূর্বধারা পত্রিকার পরিচালক সম্পাদক আক্তার শরীফ,মহানগর যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মো: তাজ উদ্দিন কামরুজ্জামান,আজম উদ্দিন সহ অসংখ্য আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,ইমাম আহমদ রেজা খান বেরলভী ( রাহ:) একজন হাদিস বিশারদ মহান গুনি সাধক ছিলেন। ইসলামের প্রচার ও প্রসারে তার অসামান্য অবদান রয়েছে। আমাদেরকে ইসলামের নৈতিক শিক্ষা ও মূল বাণী সঠিক ভাবে সবার কাছে ছড়িয়ে দিতে হবে। তার দেখানো পথে আমাদের জীবন পরিচালনা করলে সমাজ ও রাষ্ট্রের কল্যাণ ফিরে আসবে।












