শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

ইপিজেডে ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) ভেতরে ট্রাক চাপায় জায়েদা আক্তার (২২) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।নিহত জায়েদা আক্তার পটুয়াখালীর চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি মো. জাহিদুল ও মোসাঃ রহিমা আক্তারের মেয়ে। কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

নিহত জায়েদা টেকনিক্যাল এপারেলস লিমিটেডের সুইং বিভাগের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সকালে মোটরসাইকেলযোগে কারখানায় যাচ্ছিলেন জায়েদা আক্তার। পথিমধ্যে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত স্বজনের খোঁজ পাওয়া যায় নি। এ ঘটনায় ২ টিগাড়ি আটক করা হয়েছে।

শেয়ার করুন