শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

নানান আ‌য়োজ‌নে নগরীর ৩৮ নং ওয়ার্ড যুবলী‌গের উ‌দ্যো‌গে শোক দিবস পা‌লিত

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

১৫  আগস্ট র‌বিবার জাতীয় শোক দিবস উপল‌ক্ষে নগরীর ৩৮ নং ওয়ার্ড যুবলী‌গের উ‌দ্যো‌গে ২০০ শ অসহায় মানু‌ষের মা‌ঝে খাদ‌্য সামগ্রী বিতরণ করা হয়।
মহানগর আওয়ামীলী‌গের সদস‌্য ৩৮ নং ওয়ার্ড যুবলী‌গের সভাপ‌তি মোঃ আব্দুল আ‌জি‌মের সভাপ‌তি‌ত্বে ও একই ওয়া‌র্ডের যুবলীগ নেতা এম এ হান্নান রো‌বে‌লের সঞ্চালনয় খাদ‌্য বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর যুবলী‌গের আহ্ববায়ক আলহাজ্ব ম‌হিউ‌দ্দিন বাচ্চু,  অন‌্যান‌দের মা‌ঝে বক্তব‌্য রা‌খেন ৩৮ নং ওয়ার্ড যুবলী‌গের সহ- সভাপ‌তি  মোঃ জ‌হির উদ্দিন ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জান ও যুবলীগ নেতা স‌ফি আলম বাদশা।
 বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন নগর যুবলী‌গের সদস‌্য আবু সাই‌য়েদ জন, সনৎ বড়ুয়া, ছা‌লে আহমদ দীগল , খোকন চনন্দ্র তাথী ও আ‌জিজ উ‌দ্দিন চৌধুরী।
এছাড়া অন‌্যা‌নদের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন যুব নেতা এড‌ভো‌কেট র‌বি সাই‌য়েদ, ৩৮ নং ওয়া‌র্ডের সহ-সভাপ‌তি মোঃ জ‌হির উ‌দ্দিন, আবুল কা‌শেম, মোঃ নুর মোহাম্মদ, আকরাম আলী সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সহ- আইন বিষয়ক সম্পাদক অপু দত্ত, প্রচার সম্পাদক শাহাবু‌দ্দিন, সহ-প্রচার সম্পাদক মোঃ এরশাদ, যবলীগ নেতা স‌ফি আলম বাদশা, শাহীন আহ‌ম্মেদ খাঁন হিরু, আবদুল হা‌লিম, মোঃ মঞ্জুর আলম, মোঃ জা‌হেদ, মোঃ রাজু, মোঃ আলমগীর আলী চৌধুরী, মোঃ সরওয়ার ও ৩৮ নং ওয়ার্ড শ্রমীকলী‌গের সভাপ‌তি আবদুর নূর, ৩৮নং ওয়ার্ড যুব মহিলা লীগ শিল্পী আক্তার ও শবনা আক্তার। আতিকুর রহমান জিকু, শাহাজাহান কবির সাজু ,জনি দাস, কাইছার, ফোরকান, রো‌বেল প্রমুখ।
এই সময় বক্তারা ব‌লেন বাংলা‌দেশের রক্তাক্ত  বিশ্বাসঘাতকের ই‌তিহা‌সের ‌জগন‌্যতম হত‌্যাকান্ড ৭৫ এর আগস্ট ট্র্‌্যা‌জে‌ডি।। রক্তাঝরা ১৫ আগস্টে জাতীয় ও আর্নজা‌তিক ষড়য‌ন্ত্রের শিকার হ‌য়ে বঙ্গবন্ধুর প‌রিবার প‌রিজনসহ নৃশংসভা‌বে শহীদ হন ধানম‌ন্ডির ঐ‌তিহা‌সিক ৩২ নং সড়‌কের নিজ ভব‌নে। কিছু বিশ্বাসঘাতক রাজনী‌তি‌কের চক্রান্তর এবং সেনাবা‌হিনীর একদল বিপদগামী সদ‌স্যের নির্মম বু‌লে‌টের আঘা‌তে বঙ্গবন্ধুর স‌ঙ্গে সে‌দিন প্রাণ হারান তাঁর প্রিয় সহধর্মিণী বেগম ফ‌জিলাতুন নেছা মু‌জিব, তিন ছে‌লে মু‌ক্তি‌যোদ্ধা শেখ কামাল, শেখ জামাল। ব্ঙ্গবন্ধুর ছোট ভাই পঙ্গু মু‌ক্তি‌যোদ্ধা শেখ আবু না‌সের, ভ‌গ্নিপ‌তি আবদুর রবসহ অ‌নে‌কে। বঙ্গুবন্ধু জাতীয় নেতা। তি‌নি সক‌লের নেতা। তি‌নি দুঃখী মানু‌ষের মু‌খে হা‌সি ফোটা‌নোর জন‌্য আজীবন কাজ ক‌রে‌ছি‌লেন।
শেয়ার করুন