শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

নগরীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা: মূল পরিকল্পনাকারী আটক

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

পিবিআই

নগরীর ইপিজেড থানাধীন নারিকেল তলা এলাকায় ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মাহাবুবা আক্তারকে (২৪)৪ বছর আগে শ্বাসরোধ করে হত্যার মূল পরিকল্পনাকারী মো. আরিফকে (৩৫) গত ২৪আগস্ট পাঁচলাইশ থানাস্থ আতুরার ডিপো এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসআই মো: মহসীন চৌধুরীর নেতৃত্বে গত ২৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানা এলাকার আতুরার ডিপো সংলগ্ন জসিমের কলোনী থেকে গ্রেপ্তার করেছে ।
গত( ২৫আগস্ট )সোমবার আসামী আরিফকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এর আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
জিজ্ঞাসাবাদে সে জানায়, ভিকটিমের শাশুড়ি নাজনিন বেগম ও নিহতের স্বামী মোঃ আব্দুল গোফরান তার পূর্ব পরিচিত। আরিফ ফ্রিপোর্ট এলাকায় গার্মেন্টস এ চাকুরি করতো। ভিকটিমের শাশুড়ি তার পূত্রবধু মাহাবুবা আক্তারকে হত্যার জন্য প্রস্তাব দিলে সে রাজি হয়।

মোঃ আরিফ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফকিরজুম পাড়ার মৃত আছমত আলীর পুত্র। হত্যাকান্ডের পর পরিচয় গোপন করে নগরীর আতুরার ডিপো এলাকায় বসবাস করছিল আরিফ।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুলাই নগরীর ইপিজেড থানাধীন নারিকেল তলা এলাকায় গৃহবধূ মাহাবুবা আক্তারকে দেড় লাখ টাকার বিনিময়ে ভাড়াটে সন্ত্রাসী মোঃ আরিফকে দিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের ভাই মো: মিশকাত ১৭ জুলাই ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত সূত্র জানায়, নিহতের স্বামী আব্দুল গোফরান জামিন থাকলেও চলমান হত্যাকাণ্ডে জড়িত প্রমাণ হলে একজন আসামি ও ছাড় পাবে না বলে আদালত সূত্রে জানিয়েছেন।
ঘটনার সূত্রে আরো জানা গেছে যে, নিহত গৃহবধূ স্বামী গোফরানের‌ আপন খালাতো বোন হয় এবং এটা গোপরানের ২য় বিবাহ ছিল।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসআই মো: মহসীন চৌধুরীর নেতৃত্বে‌ তদন্ত টিম দীর্ঘ পর্যাবেক্ষণ করে এই মূল পরিকল্পনাকারী কে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।

শেয়ার করুন