শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রামে জশনে জুলুস জামেয়া থেকে জিইসি

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জশনে জুলুছ। ষোলশহরের আলমগীর খানকা শরীফ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক ঘুরে জিইসি মোড় পর্যন্ত যাবে।
আয়োজক আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট জানিয়েছে, সকাল আটটার দিকে খানকা শরীফ থেকে জশনে জুলুছের যাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি বিবিরহাট, মুরাদপুর, দুই নম্বর গেট হয়ে জিইসি মোড়ে পৌঁছাবে। পরে মাদরাসা মাঠে মিলাদ, দোয়া ও মাহফিলের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।

নগরজুড়ে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে বলে আয়োজকেরা আশা করছেন। প্রতি বছরই এই শোভাযাত্রাকে ঘিরে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন মিছিল ও দল শহরের বিভিন্ন স্থান থেকে এতে যোগ দেয়।

শোভাযাত্রা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনজুমানের নিজস্ব নিরাপত্তা বাহিনী এবং হাজারো স্বেচ্ছাসেবক কাজ করবে। যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক বিভাগ বিশেষ ডাইভারশনের ব্যবস্থা করবে।

১৯৭৪ সালে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহর নির্দেশে এই জশনে জুলুছের সূচনা হয়। এরপর থেকে প্রতিবছরই এটি চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে। আয়োজকেরা বলছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে এটি এখন সবচেয়ে বড় ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা।

শেয়ার করুন