বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার সমাপনী দিনে নার্সিং সাব-কমিটির চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর এর সভাপতিত্বে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
আরো বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ, নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান।
প্রধান অতিথি নাজিমুর রহমান বলেন, নার্সিং পেশা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। বিদেশে এই পেশাকে অত্যন্ত মর্যাদাকর পেশা হিসেবে গন্য করা হয়। দেশের বাহিরে বর্তমানে নার্সের ব্যাপক চাহিদা রয়েছে। সেই লক্ষ্যে আমাদের নার্সদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ডাক্তাররা রোগীদের সাথে বেশি সময় থাকেনা, তারা শুধুমাত্র রোগীর চিকিৎসা পত্র দিয়ে ছেড়ে দেন। কিন্তু নার্সদের সার্বক্ষনিকভাবে রোগীর পাশে থাকতে হয় এবং রোগীকে সেবা দিতে হয়। তাই নার্সিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই পেশার মর্যাদা বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বেসরকারী পর্যায়ে চট্টগ্রামে সর্ববৃহৎ হাসপাতাল। কোনো কোনো ক্ষেত্রে এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়েও গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে যাচ্ছে। তিনি হাসপাতালের উন্নয়নে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। ২ দিন ব্যাপি অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের শিক্ষক জান্নাতুল মাওয়া নিমিল ও জান্নাতুল মাওয়া।

শেয়ার করুন