আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর অন্যতম ক্লাব লায়ন্স অব চিটাগং এরিস্টোক্রেটর এর ২৬ সেপ্টেম্বর নগরীর চিটাগাং ক্লাব এ দায়িত্ব হস্তান্তর, ডিজি রিসিপশন, নতুন লায়ন সদস্যদের ফুল দিয়ে বরণ এবং ৫ম চার্টার নাইট বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।
১ম পর্বের অনুস্টানে সভাপতিত্ব করেন (২০২৪-২৫) এর সভাপতি লায়ন আকিব মোঃ আসিফুল আলম এবং ২য় পর্বে সভাপতিত্ব করেন (২০২৫-২৬) এর নবনিযুক্ত সভাপতি লায়ন আতাউর রহমান চৌধুরী রুবেল ।
উক্ত অনুস্টানে ক্লাব সেক্রেটারি লায়ন জাবেদ সিদ্দিকী সানভীর এর সঞ্চালনায় অনুস্টিত হয়।
উক্ত অনুস্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।
বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দীকী পিএমজেএফ ।কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ , জিএসটি ডিস্ট্রিক্ট কোডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী , হিউমেনেটিয়ান চেয়ারপার্সন লায়ন তারেক কামাল,ডিজেস্টার রিলিফ চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির, ডায়াবেটিস্ চেয়ারপার্সন হেলাল উদ্দিন আহমেদ, এরিস্টোক্রেট লায়ন্স ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ আশিকুল আলম আশিক। ক্লাব মেম্বারদের মধ্যে ক্লাব ডিরেক্টর লায়ন ফেরদৌস খান, লায়ন জুয়েল মোঃ বিল্লাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নিলুফার শারমিন জেসি,ভাইস প্রেসিডেন্ট লায়ন মইনুদ্দিন আল হিমেল চৌধুরী, মিরাজ উদ্দিন চৌধুরী, প্রেসিডেন্ট এডভাইজর লায়ম মোঃ শাহজাহান, জয়েন্ট সেক্রেটারি লায়ন উম্মে ফাতেমা শেলী,লায়ন জেবুন নেসা, ট্রেজারার লায়ন পার্থ নাথ পোদ্দার,লায়ন মোঃ খোরশেদ আলম,জয়েন্ট ট্রেজারার লায়ন ফারহানা হক, টেইল টুইস্টার লায়ন শেখ সাইমুন হাসান মাহমুদ, টেমার লায়ন মোঃ আবিদ হোসেন, লায়ন মাহফুজুর রহমান, লায়ন শুভ, লায়ন শফিকুল ইসলাম, এক্সিকিউটিভ নেম্বার লায়ন জারা, লায়ন মহিউদ্দিন, লায়ন মোঃ বখতিয়ার, লায়ন ইফতেখার উদ্দিন প্রমুখ।
উক্ত অনুস্টানে ৫ম চার্টার নাইট এ কেক কাটা হয়, নতুন লায়ন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুস্টানে বক্তব্যে অথিতিরা এরিস্টোক্রেট লায়ন্স ক্লাব এর সকল সেবা মূলক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন, সব সময় মানবতার সকল কাজ কর্মে এরিস্টোক্রেট লায়ন্স ক্লাব এগিয়ে থাকবে বলে এ আশা ব্যক্ত করেন।৷












