শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বিসিবির নব নির্বাচিত পরিচালক লায়ন মঞ্জুকে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সীর ফুলেল শুভেচছা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

সম্প্রতি বহুল আলোচিত বিসিবির নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ায় লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম মঞ্জু পিএমজেএফ কে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সীর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়।
লায়ন মঞ্জুর আলম মঞ্জু বলেন,আমার এই অ্যাওয়ার্ড পুরো চট্টগ্রাম বাসির অর্জন। এখন কাজ করার সময়। কথায় নয় কাজে বিশ্বাসী।  কে কি করবে সেটা বড় কথা নয় আমি কি করতে পারছি এটাই বড় কথা। শুধু ঢাকা কেন্দ্রিক নয় জেলার পাশাপাশি জাতীয় পর্যায়ে  রিজিওনাল ক্রিকেট নিয়ে কাজ করে সারাদেশে ক্রিকেট খেলা কে ছড়িয়ে দিতে চাই।  বয়স ভিত্তিক টুর্নামেন্ট গুলো আয়োজন করার দৃঢ় অঙ্গীকার করার পাশাপাশি
 অতীতেও  যারা পৃষ্ঠপোষকতা করেছেন তাদের সাথে  নতুনরাও এগিয়ে আসলেই সবার আগে ক্রিকেট এটাই প্রমাণ করা যাবে বলে প্রত্যয়  ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ , দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারির লায়ন আবু মোরশেদ, লায়ন হারুন ইউসুফ পিএমজেএফ, লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ , লায়ন তারেক কামাল, লায়ন মাহমুদ হাসান, লায়ন সাব্বির আহমেদ, লায়ন শামীম আকবর চৌধুরী , লায়ন সাফায়েত হাসান চৌধুরী, লায়ন নিয়াজসহ প্রমুখ।
শেয়ার করুন