সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শোহাদা‌য়ে কারবালার স্মর‌ণে ১০ দিন ব‌্যা‌পি “সুলতা‌নে কারবালা মাহ‌ফিল” সম্পন্ন

 
আল্লাহর হাবিব আখেরি নবীর প্রিয় দৌহিত্র হজরত আলী (রা.)–এর আদরের দুলাল, জান্নাতি রমণীদের সরদার নবীনন্দিনী হজরত ফাতিমার নন্দন, আহলে বাইতের অন্যতম সদস্য, জান্নাতি যুবকদের সরদার, বিশ্ব মুসলিমের নয়নমণি হজরত হোসাইন (রা.) আশুরা দিবসে কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদি বাহিনীর হাতে হিজরী ৬০ স‌নে শাহাদাতবরণ করেন। এ নির্মম ঘটনা বিশ্ব মুসলিমের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এ ঘটনা ইসলা‌মের ই‌তিহা‌সে সমুজ্জল হ‌য়ে আ‌ছে।
নানান আ‌য়োজ‌নের ম‌ধ্যে দি‌য়ে ধর্মপ্রাণ মুস‌লিম নরনারীরা বি‌ভিন্ন প্রার্থনার মাধ‌্যমে এই দিবস‌টি পালন ক‌রে থা‌কেন।
যথা‌যোগ‌্য মর্যাদায় সুলতা‌নে কারবালা প‌রিষ‌দ ও মরহুম আলহাজ্ব নুর মোহাম্মদ আলকাদরীর শিশু কি‌শোর স্মৃ‌তি সংগঠ‌নের উ‌দ্যো‌গে পবিত্র আশুরা উপলক্ষে শোহাদায়ে কারবালার স্মরণে ১০ দিনব্যাপী “সুলতানে কারবালা মাহফিল” বলুয়ারদীঘি পূর্বপাড়স্থ খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় খানাকা শ‌রি‌ফে গত ২০ আগস্ট ২১ শুক্রবার বা‌দে এশা সমাপনী দিবস সম্পন্ন হয় ।
আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট্রের সি‌নিয়র সহ -সভাপ‌তি আলহাজ্ব মোঃ মহ‌সি‌নের সভাপ‌তি‌ত্বে মাহ‌ফি‌লের সমাপনী দিব‌সে প্রধান আ‌লোচক ছি‌লেন জা‌মিয়া আহম‌দিয়া আলীয়া সু‌ন্নিয়া মাদ্রাসার শাইখুল হা‌দিস আল্লামা সোলাইমান আনছারী।
আমন্ত্রিত মেহমান হিসাবে উপ‌স্থিত থে‌কে বক্তব‌্য দেন গাউ‌সিয়া ক‌মি‌টি বাংলা‌দে‌শ যুগ্ন মহাস‌চিব এড‌ভো‌কেট মোছা‌হেব উ‌দ্দিন বখ‌তিয়ার ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লের প‌রিচালনা প‌রিষ‌দের দাতা সদস‌্য ই‌ঞ্জিঃ মোঃ জা‌বেদ আবছার চৌধুরী । স্বাগত বক্তব‌্য প্রদান ক‌রেন নেয়াজ আহ‌ম্মেদ দুলাল।
মাহ‌ফি‌লে অন‌্যান‌্যদের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন
নুর মোহাম্মদ স্মৃতি সংস‌দের উপ‌দেষ্ঠা সা‌ব্বির আহ‌মেদ ও নুর আহমেদ পিন্টু, সংগঠ‌নের সভাপ‌তি সা‌বের আহ‌মেদ, সহ-সভাপ‌তি গাজী মোহাম্মদ দস্তগীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আহম্মদ ঈমু, মরহুম নুর মোহাম্মদ  আলকাদেরীর সু‌যোগ‌্য আওলাদসহ  শত শত ভক্তানুরাগীরা উপ‌স্থিত ছি‌লেন।
এসময় বক্তারা ব‌লেন সাহাবী ও‌ আহলে বাইতের প্রতি ভা‌লোবাসা এবং তাঁ‌দের দেখা‌নো প‌থ অনুসর‌ণ মাধ‌্যমে জীবন প‌রিচা‌লিত করাই মূলত কোরআন হা‌দি‌সের শিক্ষা। প‌বিত্র আশুরার মূল শিক্ষাই হ‌চ্ছে হক এবং বা‌তেলকে চেনা।
১০ দিন ব‌্যা‌পি শোহাদা‌য়ে কারবালা স্মর‌ণে সুলতানে কারাবালা মাহ‌ফি‌লে অনুষ্ঠান কর্মসূচীর মধ্যে ছিল কোরআন তেলওয়াত, না‌তে রাসূল, শাজারা শ‌রিফ পাঠ,তাবরুক বিতরণসহ  রক্তদান কর্মসূচী।
মাহ‌ফি‌লের সমাপ‌নী দিব‌সে আ‌খেরী মোনাজাত প‌রিচালনা ক‌রেন শাইখুল হা‌দিস আল্লামা সোলাইমান আনছারী এসময় আ‌মিন আ‌মিন ধ্ব‌নি‌তে মুখ‌রিত হয় পু‌রো খানকা শ‌রিফ।
শেয়ার করুন