শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

গুণীজন‌কে কদর কর‌লেই গুণীজন সৃ‌ষ্টি হ‌বে, ডাঃ মোঃ শাহাদাত হো‌সেন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মরহুম ছা‌লেহ আহম্মদ ফাউ‌ন্ডেশ‌নের ৭ম প্রতিষ্টা বার্ষিকী উপল‌ক্ষে ফাউ‌ন্ডেশ‌নের উ‌দ্যো‌গে ২৪ আগস্ট ২১ ইং (মঙ্গলবার) দিন ব‌্যা‌পি ব্লাড গ্রুপ টেস্ট, বৃক্ষ রোপন, ডায়া‌বে‌টিস টেস্ট, স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী‌দের‌কে শিক্ষা সামগ্রী বিতরণ, মা‌ছের পোনা অবমুক্তকরন কমূসূচী নগরীর ৬  নং ওয়ার্ড খাজা রোড, পাক্কা দোকানস্থ শ‌ফি হাজীর বা‌ড়ি চত্ত্ব‌রে অনু‌ষ্টিত হয়।
ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান হাজ্বী নিজামুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে প্রথম অ‌ধি‌বেশ‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন ৬ নং ষোলশহর ওয়ার্ডের কাউ‌ন্সিলর  লায়ন হাজ্বী আশরাফুল আলম।
 
দ্বিতীয় অ‌ধি‌বেশ‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহ্বায়ক ডাঃ মোঃ শাহাদাত হো‌সেন।
এসময় তি‌নি ব‌লেন গুণীজন‌কে কদর কর‌লে সমা‌জে গু‌ণীজন‌ সৃ‌ষ্টি হ‌বে। মরহুম ছা‌লেহ আহম্মদ ফাউ‌ন্ডেশ‌নের ভূয়ঁ‌সি প্রশংসা ক‌রে ব‌লেন যারা সমাজ বি‌র্নিমানে কাজ ক‌রে তাঁ‌দেকে অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে মুল‌্যায়ন কর‌তে হ‌বে। সন্তা‌নের প্রতি পিতামাতার কর্তব‌্য আর পিতামাতার প্রতি সন্তা‌নের কর্তব‌্য বিষয়ক গুরুত্ব আ‌রোপ ক‌রে ব‌লেন প্রত্যেকে যার যার অবস্থা‌নে দায়িত্ব পালন কর‌লে আজ‌কের শিশুরা আগামী‌দি‌নের ভ‌বিষ‌্যতের সুনাগরিক হিসা‌বে গ‌ড়ে উঠ‌বে। ছে‌লে মে‌য়ে‌দের উ‌দ্দেশ্যে বলেন পিতামাতার পা‌য়ের নি‌চে সন্তা‌নের বে‌হেস্ত তাঁই মা বাবা‌কে অবশ‌্যই সম্মান কর‌তে হ‌বে। প্রত্যেক মা বাবা যেন মরম মমতায় শিশু‌দের লালন পালনের মাধ‌্যমে আদর্শ শিক্ষায় শি‌ক্ষিত ক‌রে দে‌শের সেবায় নি‌য়ো‌জিত ক‌রার আহ্ববান জানান।
ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান লায়ন হাজ্বী নিজামুল ইসলাম ব‌লেন ক‌রোনাকালীন শুরুর দি‌কে লকডাউ‌নের সময় অসহায় মানু‌ষের পা‌শেই ছিলাম ভ‌বিষ‌্যতে এ ধারা অব‌্যাহত রাখার পাশা পা‌শি মস‌জিদ, মাদ্রসা ও এ‌তিমখান তৈরী কর‌বেন তি‌নি ব‌লে জানান।
অনুষ্ঠা‌নে আম‌ন্ত্রিত মেহমান হিসা‌বে কর্মসূচী‌তে অংশ গ্রহন ক‌রেন ইয়া‌ছিন চৌধুরী লিটন,কামরুল ইসলাম,আ‌নোয়ার হো‌সেন লিপু,সা‌ব্বির আহম্মদ,‌মোহাম্মদ বখ‌তিয়ার,‌মোহাম্মদ আ‌জিজ,আবুল বশর,‌মোহাম্মদ গোলজার,‌মোহাম্মদ ফ‌রিদ আহম্মদ,ইমাম উ‌দ্দিন,সাহেদুল ইসলাম, ও ইকবাল।
এছাড়‌া  অন‌্যান‌্যদের মা‌ঝে উপ‌স্থিত ছি‌লেন
ফাউ‌ন্ডেশ‌নের সি‌নিয়র উপ‌দেষ্টা হাজী আবু বক্কর সিদ্দীক, সি‌নিয়র সহ- সভাপ‌তি  হাসান  মুহাম্মদ জুনা‌য়েদ, সহ – সভাপ‌তি হাজ্বী মোঃ হা‌বিবুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ,মোহাম্মদ নুরুদ্দীন, মুহাম্মদ আবছার,এনামুল হাসান সা‌দেক, অর্থ স‌চিব মোহাম্মদ মোজাম্মেল, সহ অর্থ স‌চিব ‌মোহাম্মদ ইমাম উ‌দ্দিন।
সদস্য রা‌কিব,সুমন,‌রেজা,ইমরান উ‌দ্দিন,ইমন,‌লিটন,ইমরান,আলাউ‌দ্দিন,কায়ছার,ফয়সাল,ফা‌হিম,রাজু,সাইদুল,সাইদ,ফারুক,আব্দুস ছালাম,আব্দুল মা‌লেক,বাচ্চু,ম‌নির,‌রিয়াদ,নিশান,ফরহাদ,আব্বাস,সাগর,র‌শিদ,ইকবাল,ইমরান খান,সা‌ব্বির,আ‌জিজ,জা‌বেদ,ইমাম উ‌দ্দিন ছাত্রছাত্রীর অ‌ভিভাবকবৃন্দসহ এলাকার বি‌শিষ্ট ব‌্যা‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।
শেয়ার করুন