২৫ আগস্ট ২১ ইং (বুধবার) গাউসিয়া কমিটি বাংলাদেশ ২৮ নং ওয়ার্ডের উদ্যোগে
পবিত্র আহলে বায়তে রাসূল (সাঃ) স্মরণে মাহফিলে শাহাদায়ে কারবালা এবং হযরত তৈয়্যব শাহ (রাঃ) এর ওরশ মোবারক উপলক্ষে চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সিনিয়র সদস্য ও ডবলমুরিং থানার সভাপতি মরহুম আলহাজ্ব মীর মোহাম্মদ সেকান্দর মিয়ার স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল মোগলতলীস্থ মাদিনাতুল আউলিয়া মডেল মাদ্রাসার মিলনায়তনে বাদে আসর অনুষ্ঠিত হয়।
সংগঠনের ২৮ নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব আইয়ুব দোভাষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ইউচুপের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটি বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আলকাদেরী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হালিশহর তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল হাসনাত আলকাদেরী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইলিয়াছ আলকাদেরী বলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মূলত আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার অংগ সংগঠন। তাই সর্বক্ষেত্রে আনজুমানের আনুগত্য করা এবং আনজুমান প্রদত্ত নিয়মিত, তাৎক্ষণিক কর্মসূচি বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়া গাউসিয়া কমিটি বাংলাদেশ সকল সদস্যদের দায়িত্ব।মাদরাসা সে আলেম নিকেলতে আউর খানকাহ্সে ওলী নিকেলতে হ্যায়’’ মাশায়েখ হযরতের এই বাণীঞ্চর সফল বাস্তবায়নে আমাদেরকে মাদরাসা প্রতিষ্ঠার পাশাপাশি খানাকাহ্ প্রতিষ্ঠার বিষয়টিকে ও গুরুত্ব দেওয়ার জোর তাগিদ দেন ।
প্রধান আলোচক মাওলানা আবুল হাসনাত আলকাদেরী বলেন , ‘‘আনজুমান চালানা হুকুমত চালানা।’’ হুযূর কেবলা তাহের শাহ্ মাদ্দাযিল্লুহুল আলী বলেছেন- ‘‘হুকুমত কেলিয়ে ফৌজ কা জরুরত হ্যায়- গাউসিয়া কমিটি আনজুমান কী ফৌজ হ্যায়’। তাই বর্তমানে গাউসিয়া কমিটির প্রত্যেকটি কর্মী আনজুমানের একেকজন ফৌজ বা সৈনিক। সাহাবিদের পথ অনুসরনের মাধ্যমে জীবন পরিচালনার জন্য প্রত্যেক সুন্নিমতাদর্শ মুসলিমকে আহ্বান করেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আইয়ুব দোভাষ মহামারী করোনা সংকটের মধ্যেও যথাযোগ্য মর্যাদায় হযরত তৈয়্যব শাহ (রাঃ) র ওরশ মোবারক এবং মাহফিলে শোহাদায়ে কারবালা ও মরহুম মীর মোহাম্মদ সেকান্দর মিয়ার স্মরণে দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাঁদেরকে ধন্যবাদ জানানোর পাশা পাশি ভবিষ্যতেও গাউসিয়া কমিটি সকল কার্যক্রমে প্রতে্যকের সহযোগীতা একান্ত ভাবে কামনা করেন।
মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ডবলমুরিং থানার সাংগঠনিক সম্পাদক হাফেজ আজহারুল হক আজাদ অর্থ সম্পাদক আলহাজ্ব ফয়জুর রহমান, মদিনাতুল আউলিয়া মডেল মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম ও শফি আলম রোবেল।
মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ডবলমুরিং থানা শাখার সহ- সভাপতি মোঃ জামাল উদ্দিন, হাজ্বী নুরুল হক, সহ সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক শাহ আলম, দাওয়াতে খাইর সম্পাদক হাজ্বী আবদুল মালেক, গাউসিয়া কমিটি ২৮ নং ওয়ার্ড শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ রায়হানুর রহমান মুন্সি, হাজ্বী নুরুল ইসলাম, মোঃ আলী, সহ সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ, অর্থ সম্পাদক মোঃ জাবেদ, মোঃ নিজাম উদ্দিন সুমন, প্রকাশনা সম্পাদক হাজ্বী তৌসিফ কবির, প্রচার সম্পাদক মোঃ আমির, সহ প্রচার সম্পাদক মোঃ মোরশেদ, মোমিন ও সজিবসহ গাউসিয়া কমিটি বাংলাদেশ ২৮ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ ২৮ নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে আলহাজ্ব মরহুম মীর মোঃ সেকান্দর মিয়ার মরনত্তোর সম্মাননা স্মারক এবং চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াছ আলকাদেরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মরহুম সেকান্দর মিয়া স্মারক গ্রহন করেন তাঁর শাহেবজাদা শফি আলম রোবেল।
মাহফিলে মহামারী করোনা ভাইরাস সংকট উত্তোরনের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া ,কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল হাসনাত আলকাদেরী এসময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মিলনায়তন। উপস্থিত সকলকে তাবরুক বিতরন করার মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন হয়।
সংবাদটির পাঠক সংখ্যা : ৮১