রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১২ কোটি টাকা ব্যয়ে ৫এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মিত হতে যাচ্ছে মা ও শিশু হাসপাতালে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ হাসপাতালের চিকিৎসাসেবার মান বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নবনির্মিত ভবনের জন্য শীঘ্রই ৫ এমভিএ ক‌্যাপাসিটি ১২ কোটি টাকা মুল্যের বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এই উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নির্মাতা প্রতিষ্ঠান এডেক্স কর্পোরেশন লি: সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে কন্টাক্ট সাই‌নইন শিরোমণি অনুষ্ঠান নগরীর নাসিরাবাদস্থ টেরাকোটা রেস্টুরেন্টে ১১ সেপ্টেম্বর ২১ ইং শনিবার রাত ৮ টায় অনুষ্ঠিত হয়।
২০২০ সালের ১৮ সেপ্টেম্বর বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপনের জন্য টেন্ডার আহ্বানের পর ,দরপত্র দাখিল এর মাধ্যমে কারিগরি কমিটি কর্তৃক যাচাই-বাছাই সর্বনিম্ন ১২ কোটি টাকায় যোগ্য  দরদাতা হিসেবে এডেক্স কর্পোরেশন লি: কাজের জন্য মনোনীত হয়।
হাসপাতালে পরিচালনা পরিষদের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি ডাক্তার মোঃ আরিফুল আমিন ,ট্রেজারার মোঃ রেজাউল করিম আজাদ, দাতা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ চৌধুরী ও সদস্য এসএম কুতুব উদ্দিন। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার নুরুন নবী সুজন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালে পরিচালনা পরিষদের দাতা সদস্য ডাক্তার মোঃ পারভেজ ইকবাল শরীফ ,সদস্য অধ্যাপক রেখা আলম চৌধুরী ,আহসানুল্লাহ, মোঃ জাহিদুল হাসান ,মোহাম্মদ খায়েস আহমেদ ভূঁইয়া, মোহাম্মদ সাগির।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক,পরিচালক শিশু স্বাস্থ্য বিভাগ প্রফেসর মাহমুদ আহমদ চৌধুরী আরজু, ডেপুটি পরিচালক মোঃ মোশারফ হোসেন, ডাক্তার আশরাফুল করিম , ডেপুটি ডিরেক্টর ডাক্তার আবু সাঈদ চৌধুরী,মঞ্জুরুল আলম, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আব্দুল কাইয়ুম চৌধুরী, নিওনেটোলজি বিভাগীয় প্রধান প্রফেসর ওয়াজির আহমেদ, করোনা ইউনিটের সহকারি প্রধান প্রফেসর মাহাদি হাসান রাসেল, সরকারি প্রফেসর ডাক্তার ফাহিম হাসান রেজা, ডাক্তার কামাল হোসেন জুয়েল ও ডাক্তার শেফাতুজ্জাহান। ইঞ্জিনিয়ার অরূপ চৌধুরী ,ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মাবুদ, ইঞ্জিনিয়ার মনজুর আলম, ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক ,ইঞ্জিনিয়ার মাহমুদুল করিম, ইঞ্জিনিয়ার ফজলুল করিম, ইঞ্জিনিয়ার আবদুল মোনাফ ,ইঞ্জিনিয়ার নুরুল মোস্তফা, এডেক্স কর্পোরেশন লিমিটেডের সহকারি ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা ওয়াহিদ সহ হাসপাতাল ও  এডেক্স কর্পোরেশন লিমিটেডের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
এডেক্স  কর্পোরেশন লি:কে প্রকল্পের সর্বোচ্চ নিরাপত্তা ও বৈদ্যুতিক সরবরাহ নিশ্চয়তা সহ যথাসময়ে কার্য সম্পাদন করার জন্য আহ্বান জানান হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোরশেদ হোসেন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডাক্তার আরিফুল আমিন সহ  ট্রেজারার মোঃ রেজাউল করিম আজাদ।
এডেক্স কর্পোরেশন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার নুরুন নবী সুজন বলেন আধুনিক প্রযুক্তি সম্পন্ন ইউরোপ আমেরিকা থেকে আমদানিকৃত ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ এবং এডেক্স কর্পোরেশন লিঃ ফ্যাক্টরিতে প্রযুক্তিকৃত ড্রাই টাইপ ট্রান্সফর্মার এভিআর  (অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর) এবং বাসবার ট্রাঙ্কিং সিষ্টেম এই প্রকল্পে ব‌্যবহার করা হবে। যা ই‌তিমধে‌্য ব‌র্হিবি‌শ্বে রপ্তা‌নি‌তেও বেশ সুনাম অর্জন ক‌রে‌ছে। হাসপাতাল কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা পেলেই যথাসময়ে কার্য সম্পাদন করতে পারবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন  করোনা টিকা নিবন্ধনের বয়স কমিয়ে ৩৫ করেছে সরকার
শেয়ার করুন