সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এক আত্মীয়সহ চশমা কিনে বাসায় ফেরার পথে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর পরফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী সাদিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই কলেজ ছাত্রীর নাম সাদিয়া (২০)। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, আগ্রাবাদ মাজার গেইট ও আগ্রাবাদ মোড়ের মাঝামাঝি এলাকায় ডায়মন্ড রেস্টুরেন্টের বিপরীত পাশের ড্রেনে পা ফসকে এই দুর্ঘটনার মুখোমুখি হন সাদিয়া। সে চট্টগ্রামের হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা ডবলমুরিং থানার উপ পরিদর্শক মারুফ উল ইসলাম। নিখোঁজ হওয়ার পর থেকে উদ্ধার অভিযান শুরু করে থানা ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একাধিক টিম সহ স্থানীয়রা। অবশেষ
দীর্ঘ পাঁচ ঘন্টা পর রাত আনুমানিক তিনটা দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নগরীর ডবলমুরিং থানার উপ পরিদর্শক মারুফ উল ইসলাম বলেন, ‘সাদিয়া নামে এই তরুণী তার মামাসহ চশমা কিনে বাসায় ফিরছিলেন। ফেরার পথে ড্রেনে পড়ে যান তিনি। তার মামা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে থানায় জানানোর সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই।তিনি বলেন, ‘পরে ফায়ার সার্ভিসের লোকজনও উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ পাঁচ ঘন্টা পর স্থানীয়দের সহযোগিতায় কলেজছাত্রী সাইমার মৃতদেহ উদ্ধার করা হয়।
সংবাদটির পাঠক সংখ্যা : ৯২