বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন উদযাপনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার)সকাল ১০ টার দিকে খতমে কুরআন,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী(এমপি)।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক,উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম মিয়াজী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মামুন, উপজেলা নির্বাচনী কর্মকর্তা ফয়সাল আলম,বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিউল কবির,তদন্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, আনসার বিডিপি কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন,পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট তোফায়েল বিন হোসাইন,পৌরসভা যুব লীগের আহ্বায়ক হামিদ উল্লাহ(হামিদ),উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন প্রমূখ।

 মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশখালীর সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, হতদরিদ্র  মানুষের  মাঝে দুই বান টিন  ও নগদ  ৬০০০ হাজার টাকা করে  নগদ  অর্থ  প্রদান  করেন।
এ সময় আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি বলেন  ,বঙ্গবন্ধু ‌সোনার বাংলা গড়ার সপ্ন দে‌খে‌ছি‌লেন। তার সেই সপ্ন বাস্তবায়‌নে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছেন। তার নেতৃ‌ত্বে আওয়ামীলী‌গ সরকা‌রের বি‌ভিন্ন মেয়া‌দে ‌গোটা দে‌শের উন্নয়নই হ‌য়ে‌ছে।
অব‌হে‌লিত জনপদের  উন্নয়নও হ‌য়ে‌ছে তার আম‌লে। পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, পায়রা সেতু সহ বি‌ভিন্ন উন্নয়ন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা পাশাপাশি দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দেশের প্রত্যেকটি মানুষকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
শেয়ার করুন