বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“মানবিক চট্টগ্রাম” প্রেসিডেন্টের সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২৮ সেপ্টেম্বর ২১ ইং ( মঙ্গলবার) মানবিক চট্রগ্রামের প্রেসিডেন্ট এবং চট্রগ্রাম মা ও শিশু হাসপাতাল করোনা ম্যানেজমেন্ট সেলের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ,হাসপাতালের কার্ডিওলজি ইউনিট বাস্তবায়ন সেলের ভাইস প্রেসিডেন্ট ও citynews24.tv প্রধান উপদেষ্টা  ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর  চন্দনপুরাস্ত নিজ বাস ভবনে বিকেল ৪ টায় সৌজন্য সাক্ষাৎ করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চট্রগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক সাফায়েত রায়হান শিহাব, সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক জীবন মাহমুদ।

নগর তারা ফাউন্ডেশন এর এডমিন মুরাদ আহামেদ শাওন ও সাংগঠনিক সম্পাদক মো.জুমাইদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মানবিক চট্রগ্রামের সাধারণ সম্পাদক ইলিয়াস রিপন, ট্রেজারার ইমরান মাহমুদ ইমন, citynews24.tv প্রকাশক ও সম্পাদক এবং মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন, তাসনিম সাবিহা,নওশীন আলম রিস্তা ,মোশাররফ হোসেন সাজু ও মোহাম্মদ হান্নান শাহ  প্রমুখ।
এ সময় সংগঠনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী বলেন মানবিক চট্টগ্রাম দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, সমাজের বঞ্চিত ও নিপীড়িত মানুষের সেবা, মাদক সন্ত্রাস , কিশোর গ্যাং ও জঙ্গিবাদ মুক্ত সমাজ বিনির্মাণ, বেকারত্ব দূরীকরণ ও অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণসহ নানাবিধ কর্মকাণ্ড নিয়ে “মানবিক চট্টগ্রাম “প্রতিষ্ঠানের পথ চলা। আজকে যেসব সংগঠক প্রিয় কর্মীরা মানবিক চট্টগ্রাম কর্মকাণ্ডে পাশে থেকে একই প্লাটফর্মে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
শেয়ার করুন