চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে CMOSH ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট নির্মাণে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর ২১ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ও হাসপাতালের পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির মেম্বার সেক্রেটারী ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মোঃ রেজাউল করিম আজাদ অনুদানের চেক গ্রহণ পূর্বক এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য সমবেত ছাত্র-ছাত্রীদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, এস এম কুতুব উদ্দিন, মোহাম্মদ সাগির, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, অটিজম এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক ডাঃ মাহমুদ এ চৌধুরী আরজু, এনেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অলক নন্দী, উপ-পরিচালক (প্রশাসন) ডাঃ এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডাঃ আবু সৈয়দ চৌধুরী, অনকোলজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ শেফাতুজ্জাহান, ডাঃ উযায়ের আফিফ রোহাজ, ডাঃ তৌফিক হোসেন, ডাঃ ফাহিম খান, ডাঃ শাওন, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী সহ শিক্ষকমন্ডলী বৃন্দ।
