রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৩৮ নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে যুবলীগ নেতা রোটারিয়ান এম এ হালিমকে উষ্ণ সংবর্ধনা

 

যুবলীগ নেতা রোটারিয়ান এম এ হালিম বৃহত্তর চট্টগ্রাম সমিতি (২২-২৪) কুমিল্লার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠান ২ অক্টোবর শনিবার বিকেল চারটায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।
যুবলীগ নেতা সফি আলম বাদশার সভাপতিত্বে ও এম এ হান্নান রুবেলের প্রাণবন্ত সঞ্চালনায় উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের প্রভাবশালী সদস্য ও ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল আজিম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বন্দর শাখার সভাপতি মোঃ মোজাম্মেল হক, ওয়ার্ড আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক অপু দত্ত, বিশিষ্ট সাংবাদিক মানবজমিনের প্রতিনিধি মোঃ মহিউদ্দিন, যুবলীগ নেতা এরশাদ আলম, ইয়াসিন নিজামী বাপ্পা , বন্দর থানা শ্রমিক লীগ নেতা শহীদুজ্জামান অনিক, উদয়ন সংঘের সাংগঠনিক সম্পাদক রতন দত্ত।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-প্রচার সম্পাদক শাহাবুদ্দিন, মোহাম্মদ জাহেদ , মনজুর আলম, রাজু, ,সাজু কবির , এরশাদ, নাজমুল কবির সোহাগ, মোহাম্মদ জিলানী, আতিকুর রহমান জিতু, কায়সার, সোহেল ও রনি দাস প্রমূখ।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে আবদুল আজিম বলেন রোটারিয়ান এম এ হালিম একজন যুবলীগের অন্যতম ত্যাগী কর্মী । মানবিক যুবলীগ সমগ্র বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কুমিল্লার বুকে সংগঠনের নেতৃত্বের মাধ্যমে পুনরায় সমগ্র চট্টগ্রামকে পরিচিতি করতে কাজ করে যাচ্ছে। তার যে কোন ভালো সুন্দর সমাজ বিনির্মাণ কাজে ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগ পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি তার উত্তরোত্তর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন ।

এস

সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন বলেন গুণীজনদের সম্মান করলে সমাজে নতুন নতুন গুণীজন সৃষ্টি হবে। ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগ এধরনের সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য অনুষ্ঠানের আয়োজক বৃন্দদেরকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন  চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সংবর্ধিত এম এ হালিম বলেন আস্তা এবং বিশ্বাসের জায়গায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লার গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনে সংগঠনের সদস্যরা আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায়  তাদেরকে প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। দীর্ঘদিন যুবলীগের সাথে সম্পৃক্ত ছিলাম। প্রাণের সংগঠন ৩৮ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে উষ্ণ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করায় তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও রাজনীতির মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উপস্থিত বক্তারা এম এ হালিমের ভূয়ষি প্রশংসা করে বলেন করোনাকালীন সময়ে যুবলীগের এই নেতা অসহায় মানুষের পাশে ছিল। ভবিষ্যতেও জাতির যেকোনো ক্রান্তিলগ্নে পাশে থেকে কাজ করবেন।

শেয়ার করুন