শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Engr Md Jabed Absar নামে ছবি দিয়ে ফেইসবুকে ফেইক আইডি তৈরি- অতঃপর টাকা চাওয়ার পাঁয়তারা

 

স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী NAC/LNB অটোমোবাইলসের স্বত্বাধিকারী, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের জয়েন্ট সেক্রেটারি, মানবিক চট্টগ্রামের প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের দাতা সদস্য, চমাশিহার করোনা ম্যানেজমেন্ট সেলের ভাইস প্রেসিডেন্ট, আসন্ন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যকরী কমিটি -২১ নির্বাচনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদপ্রার্থী ও citynews24.tv প্রধান উপদেষ্টা ইঞ্জি: লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরীর নাম ও ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে Engr Md Jabed Absar নামে ফেইক আইডি করে কে বা কাহারা ১০ অক্টোবর দুপুর আনুমানিক ১.৩০মি দিকে তাঁর আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী ফেইসবুক বন্ধুদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আর মেসেঞ্জারে মেসেজ পাঠানোর মাধ্যমে তিনি সমস্যায় পড়ছেন মর্মে পার্সোনাল নগদ এই একাউন্ট নাম্বারে ০১৬০৮১৫৬৯২৮ টাকা চান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ঘৃণা ধিক্কারসহ বিভিন্ন কমেন্টে তা ভাইরাল হয়।
এই খবরটা ইঞ্জি: লায়ন মোঃ চৌধুরীর দৃষ্টিগোচর হলে তাঁর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি যা লিখেছেন।

#সতর্কীকরণ_বার্তা
প্রিয় ফেইসবুক বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে ভুয়া ফেইসবুক একাউন্ট খুলে মেসেঞ্জারের মাধ্যমে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ ফেইসবুক ফ্রেন্ড লিস্টের অনেকের কাছ থেকে টাকা চাচ্ছে যা আমার দৃষ্টিগোচর হয়। (এই আইডির লিংক এবং স্ক্রীনশট কমেন্ট অপশনে এটাস্ট করে নিচে দেওয়া আছে)

 

এমতাবস্থায় আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার ভেরিফাইড ফেইসবুক আইডি ছাড়া কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে একসেপ্ট কিংবা টাকা লেনদেন করবেন না ও ভুয়া একাউন্টের ব্যাপারে ফেইসবুক কর্তৃপক্ষকে রিপোর্ট করতে এবং সবাইকে সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।।
দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুষ্কৃতিকারীর ফেইসবুক আইডির লিংক
https://www.facebook.com/profile.php?id=100021900422938

বার্তা প্রেরক
ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী
যোগাযোগ:০১৮১৯৩১২২৫০

এ বিষয়ে ইঞ্জি: লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরী থেকে জানতে চাইলে তিনি বলেন আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত আছি কে বা কাহারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কাজ করছেন তা আমার জানা নাই, তবে বিষয়টা আমার দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম আমার ভেরিফাইড ফেইসবুক আইডিতে সতর্কীকরণ বার্তা দিয়েছি। দুপুর ২.৩০ টার পর থেকে আমার শুভাকাঙ্খীদের বিভিন্ন ফোনে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি।
এই ব্যাপারে ডবলমুরিং মডেল থানায় সন্ধ্যা ৭ টায় একটি সাধারণ ডায়েরি (জি ডি.নাম্বার ৫৬১) করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন  পতেঙ্গায় মোটরসাইকেল চোরচক্রের সদস্য আটক 

এ বিষয়ে ডবলমুরিং মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই অজয় ধর থেকে জানতে চাইলে তিনি বলেন আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছি। ঘটনা ফাইন্ড আউট করতে পারলে পরবর্তীতে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ প্রতারিত হয়েছেন এমন খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন