বুধবার, ৯ ফেব্রুয়ারি,২০২২: সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বড়পোল আজিজীয়া মসজিদ সংলগ্ন বিএমএসএফ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ হোসেনের বাসভবনে জেলা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ চট্টগ্রাম জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মঞ্জুর আহম্মেদ সোহেলের সঞ্চলনায় ও সদ্য বিএমএসএফ চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক কে এম রুবেলর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সাবেক যুগ্ন সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন,বিএমএসএফ বন্দর জোনের আহবায়ক এম এ হালিম, সদস্য সচিব আবুল খায়ের,জেলা যুগ্ম আহবায়ক মোঃ ইয়াসিন আরাফাত , মোঃ শেখ আহমেদ শাকিল, মনীষা আচার্য, ওসমান গনি শাকিল, সদস্য বশির আহম্মেদ রুবেল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ আসিফ খোন্দকার, শান্ত ইসলাম দিপু, হাসান রিফাত, মোহাম্মদ ইমাম হোসেন ইমন,স্বপন খান, শুক্কুর আলী, মোঃ রিয়াজ, মোঃ বেলাল, মোঃ আবুল কালাম, সরোয়ার শাহিন মোঃ জালাল উদ্দীন,সাহেদ,সদস্য আফাদুল ইসলাম প্রমূখ।
চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক কে এম রুবেল বলেন বিএমএসএফ সাংবাদিকদের কল্যাণে সবার আগে কাজ করে তাই সাংবাদিকদের দাবী আদায়ের জন্য এ সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের হাতকে শক্তিশালী করে তাঁর নেতৃত্বে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানোর পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার কোনভাবেই বরদাশ করা হবে না বলেও ইঙ্গিত দেন ।
এ সময় সাংবাদিক মু.মহিউদ্দিন বলেন, বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর সাংবাদিকদের কল্যাণে সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সাংবাদিকদের দাবি, মর্যাদা ,অধিকার রক্ষার প্ল্যাটফর্ম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।২০১৩ সালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সারাদেশে সাংবাদিকদের অধিকার আদায়ে ১৪ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বর্তমানে সমগ্র বাংলাদেশ সাড়ে তিনশ শাখা কমিটির মাধ্যমে প্রায় ১৫ হাজার সংবাদ কর্মী ঐক্যবদ্ধ রয়েছে। চট্টগ্রাম জেলা কমিটির সকল সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনের সুনাম অক্ষুন রাখার আহ্বান জানান।
সংবাদটির পাঠক সংখ্যা : ৯৭












