শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা পর্ষদ ভূমিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর:

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সাথে।
গত শুক্রবার রাতে ভূমি মন্ত্রীর নগরীর সার্সন  রোডস্থ বাসায় নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা সাক্ষাৎ করেন। এই সময় ভূমি মন্ত্রী কে বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হোসাইন চৌধুরী। সাবেক চেয়ারম্যান নুরুন্নবী, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জানে আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর জব্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ওসমান গনি, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফোরকান, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর মেম্বার,আমানুল্লাহ আমান,  মানিক আক্তার কামাল,  ইসহাক চৌধুরী, আব্দুস শুক্কুর, আব্দুল আজিজ টিপু, জালাল উদ্দিন প্রমূখ।
ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সবার সাথে কৌশল বিনিময় করেন করার পাশাপাশি বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং সবার খোঁজ-খবর নেন । এসময় তিনি বলেন ,বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মান উন্নয়নে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ কে একসাথে কাজ করতে হবে। শিক্ষার উৎকর্ষ সাধনে সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষার বিকল্প নেই। শিক্ষা জাতির মেরুদন্ড।সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবক ম্যানেজিং কমিটি সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।
শেয়ার করুন