শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীতে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন,৩০মি: মধ্যে আসামি গ্রেপ্তার

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মোহাম্মদ মহিউদ্দিন ।।

বাঁশখালী গন্ডামারা বাজারে নুরুল আজিজের (৫০ ) ছুরিকাঘাতে বজলুল হক (৬২) নামের এক বৃদ্ধ খুন হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০.৩০ টার সময় গন্ডামারা বাজার গাউছিয়া হোটেলে এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি গন্ডামারার ৩ নম্বর ওয়ার্ডের হাদির পাড়া লাতু সিকদার বাড়ীর মৃত বশির আহমদের পুত্র। এ ঘটনার সাথে জড়িত আসামী একই এলাকার মৃত মুক্তার আহমেদ সিদারের পুত্র নুরুল আজিজ সিকদার (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায় সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। হামারা নবী’ বলে হোটেলে প্রবেশ এতে বজলুল হক প্রতি উত্তর করে বলেন-চট্টগ্রামের ভাষায় ‘পুরান পঅলে ভাত ন পার নোয়া পঅল উঠ্যসদে না।’ এ কথা বলার সাথে সাথে চা-দোকানে পিয়াঁজ-মরিচ কাটার জন্য ব্যবহৃত ছুরি দিয়ে নুরুল আজিজ তৎক্ষণাৎ বজলুল হককে গলার বাম পাশে ছুরি দ্বারা আঘাত করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার বজলুলকে দেখে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন আসামি নুরুল আজিজ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হোটেলে বসে থাকা বজলুল হককে লক্ষ্য করে নুরুল আজিম ‘ও হামারা নবী’ বলে, এতে বজলুল হক প্রতি উত্তর করে বলেন- ‘পুরান পঅলে ভাত ন পার নোয়া পঅল উঠ্যসদে না।’ এ কথা বলার সাথে সাথে চা-দোকানে পিয়াঁজ-মরিচ কাটার জন্য ব্যবহৃত ছুরি দিয়ে নুরুল আজিজ তৎক্ষণাৎ বজলুল হককে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়। ঘটনা শোনার পরপরই আধা ঘন্টার ভিতরে আসামিকে গ্রেপ্তার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হবে।
শেয়ার করুন