শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনীর ভোট বর্জন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব বিস্তার, ইভিএমে ভোটারদের জিম্মি করে ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।
রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম হোসাইনী মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মেয়র পদে অপর প্রার্থী নৌকা প্রতীকের তোফায়েল বিন হোছাইন।
এ বিষয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী বলেন, ‘সকাল থেকে সব কেন্দ্রে নৌকার লোকজন আধিপত্য বিস্তার শুরু করে। তারা জোর পূর্বক ভোট প্রদান ও কেন্দ্র দখলে নেয়। বিষয়টি নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বারবার জানিয়েও সুরাহা না পাওয়ায় ভোট বর্জন করেছি আমি।’
শেয়ার করুন