শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র তোফায়েল বিন হোছাইন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

সকল জল্পনা অবসান ঘটিয়ে বাঁশখালী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন  হয়।নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইন নৌকা প্রতীকে ১৪,৩৪৫  ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন ।
অন্যদিকে প্রতিদ্বন্ধী স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা  কামরুল ইসলাম হোসাইনী মোবাইল প্রতীক নিয়ে শুরু থেকে নির্বাচনী মাঠে প্রচার -প্রচারনায় থেকে নির্বাচনে অংশগ্রহন করলেও নির্বাচনের দিন তিন ঘন্টার মাথায় আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব বিস্তার, ইভিএমে ভোটারদের জিম্মি করে ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে মোবাইল প্রতীকে ১৩৬৪ ভোট পেয়েছেন।

বাঁশখালী পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী অংশ নেন।

মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৯৮০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৮৮৬ জন।

সংরক্ষিত ৩ টি মহিলা আসনে নির্বাচিত হয়েছেন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে রোজিনা আক্তার (জবা ফুল), ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে রোজিয়া সুলতানা (আনারস), ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ছাদেকা নুর বিউটি (আনারস)। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে  আনসুর আলী তালুকদার (উটপাখি), ২ নং ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া (পাঞ্জাবি), ৩ নং ওয়ার্ডে জামশেদ আলম(ব্রিজ), ৪নং ওয়ার্ডে আরিফ মঈনুদ্দিন (পাঞ্জাবি), ৫ নং ওয়ার্ডে মোহাম্মদ ইসহাক(উটপাখি), ৬ নং ওয়ার্ডে আকতার হোসেন (ব্রিজ), ৭ নং ওয়ার্ডে আবদুল গফুর(ব্রিজ), ৮ নং ওয়ার্ডে প্রনব দাশ (ব্ল্যাকবোর্ড), ৯ নং ওয়ার্ডে বদিউল আলম(টেবিল ল্যাম্প)।

নির্বাচন পরবর্তি নব নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্ত- সুশৃংখল ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন প্রক্রিয় সমাপ্ত করে তাঁকে বিজয়ী করায় সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক প্রেসব্রিফিং করে প্রশাসনিক কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সকল সদস্য, নির্বাচনী প্রক্রিয়ায় সংশ্লিষ্ঠ সকল পর্যায়ের কর্মকর্তা -কর্মচারী, সাংবাদিক ও সকল পর্যায়ের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
শেয়ার করুন