শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

প্রবীণ আ‌লেম মুফ‌তি মাওলানা আবদুস সামাদ সিকদার আর নেই

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপ‌জেলা গন্ডামারা ইউ‌নিয়‌নের  সম্ভ্রান্ত এক মুস‌লিম প‌রিবা‌রের সন্তান, দেশের শীর্ষস্থানীয় প্রবীণ আলেমে দ্বীন,    গন্ডামারা ইউ‌নিয়‌ন আহ‌লে সুন্নাত ওয়াল জামা‌তের প্রধান উপ‌দেষ্টা ও স্থানীয় আওয়ামীলীগ নেতা অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রা‌মের পিতা মু‌ফতি আলহাজ্ব মাওলানা আবদুস সামাদ সিকদার( ৮০)বার্ধক্য জনিত কার‌নে বুধবার সকাল ৭টায় গন্ডামারাস্থ নিজ বাড়ী‌তে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অসংখ্য আলেম গড়ার কারিগর মাওলানা আব্দুস সামাদ সিকদার তি‌নি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা গন্ডামারা ইউ‌নিয়‌নের ১ নং ওয়া‌র্ডের ইউচুপ আলী সিকদা‌রের বাড়ীর মরহুম  ইউচুপ আলী সিকদারের তৃতীয় পুত্র ।দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য আলেমের ওস্তাদ ছিলেন মাওলানা আবদুস সামাদ সিকদার।

আজ ১৬ জুন ২১ইং বুধবার সকা‌ল ৭টার সময় মৃত্যুর খবর ছ‌ড়ি‌য়ে পড়‌লে মুহু‌র্তের ম‌ধ্যে সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌ম সহ সর্বমহ‌লে শোকের ছায়া নে‌মে আ‌সে।সদা হা‌স্যে উজ্জল অমা‌য়িক ও এলাকার সর্বজন‌প্রিয় প্রবীণ আ‌লেম জীবদ্দশায় দ্বীনের অতন্দ্রপ্রহরী হিসা‌বে যুগ যুগ ধরে শান্তি, কল্যাণ ও সম্প্রীতির বাণী প্রচার করে গেছেন মানুষের মাঝে। তি‌নি দ্বী‌নি শিক্ষা প্র‌তিষ্টান প‌শ্চিম বাঁশখালী গন্ডামারা রহমা‌নিয়া ফা‌জিল ( ডিগ্রী) মাদ্রসা ও গন্ডামারা বড়‌ঘোনা উচ্চ‌বিদ্যা‌লে শিক্ষাগতা ক‌রেন।

৮০ বছর বয়স হ‌লেও মরহুম মাওলানা আবদুস সামাদ সিকদার মিশুক প্রকৃ‌তিক লোক ছি‌লেন।

মৃত্যুকা‌লে ৩ পুত্র ৪ কণ্যা সহ অসংখ্য আত্মীয় ও গুনগ্রাহী ‌রে‌খে যান। তাৎক্ষ‌নিক ভা‌বে শোক প্রকাশ ক‌রে শোকসন্তপ্ত প‌রিবা‌রের সদস্য‌দের প্র‌তি সহানুভু‌তি সম‌বেদনা জানান গন্ডামারা ইউ‌নিয়‌নের চেয়ারম্যান আলহাজ্ব লেয়াকত আলী, গন্ডামারা ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি মাষ্টার শামসুল আলম ছি‌দ্দিকী। প্যা‌নেল চেয়ারম্যান ৫ নং ওয়া‌র্ডের ইউ‌পিএম কামাল উদ্দিন সিকদার সা‌বেক মেস্বার ফের‌দৌস আলম চৌধুরী ও বাঁশখালী প্রেসক্লা‌বের সকল সদস্য সহ আরও  অ‌নে‌কেই।

আজ বিকাল ৫.৩০ টায় তার নিজ বাড়ী‌তে জানাযা অনুষ্ঠিত হওয়ার পর পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তা‌কে দাপন করা হ‌বে ব‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মরহুম আবদুস সামাদ সিকদা‌রের বড় ছে‌লে নুরুল মোস্তাফা সিকদার (সংগ্রাম)।

 

শেয়ার করুন