শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লি: এমপ্লয়ীজের স্মরণ সভা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড এম্প্লয়ীজ ইউনিয়নের সাধারণ সদস্যদের আয়োজনে সংগঠনের প্রবীণ সদস্য মরহুম কামাল উদ্দিন ও শামসুর স্মরণে দোয়া মাহফিল, ইফতার ও আলোচনা সভা নগরীর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ডের স্থানীয় একতা সংঘ ক্লাবে গত ১২ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য মোহাম্মদ আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আহাদ চৌধুরী।

এতে প্রধান বক্তা ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল বারেক কোম্পানি।

মোঃ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন, জাতীয় শ্রমিক লীগ পতেঙ্গা হালিশহর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, জাতীয় শ্রমিক লীগ পতেঙ্গা মেঘনা পেট্রোলিয়ামের সভাপতি ফরিদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ ওবায়দুল্লাহ, আবু জাফর, মোহাম্মদ আশকার, নাজিম উদ্দিন, কামরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর, আশরাফ উদ্দিন ,মোহাম্মদ মনসুর, মোরশেদ, ফারদিন,মোহাম্মদ ফয়সাল, বাদল মিয়া , খোকন মুন্সি, আবু জহুর, বুলু শেখ ,আন্নাত রহমান ফারদিন ,মোহাম্মদ বাহার, হাবিবুর রহমান, মরতুজ আলী, হাসিবুল হোসেন, কাশেম, দিলীপ ,মাইনুল, দিদারুল আলম ,মফিজ উল্লাহ ও মোহাম্মদ শাকিব, আনোয়ার, হাসান, ইকরাম ও মোঃ হাবিব প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলী আজগর বলেন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ও তাঁদের অধিকার আদায়ের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। একটি প্রতিষ্ঠান কে বাঁচিয়ে রাখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তারা এশিয়াটিক অয়েল কোম্পানি লি: এম্প্লয়ীজ ইউনিয়নের  বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরেন।ইতিপূর্বে এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের এমপ্লয়ীজ ইউনিয়নের যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি শ্রমিকের অধিকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যারা কাজ করবেন তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন