শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে ইফতার ,দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে বর্ণিল আয়োজনে ২৫ এপ্রিল ২২ ইংরেজি সোমবার বিকেল পাঁচটায় ইফতার,দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালে পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আই,এম,এস গ্রুপের চেয়ারম্যান ও সি ই ও আলহাজ্ব আবুল বাসার আবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ।
সভায় বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. লায়ন মোঃ সানাউল্লাহ, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ সাগীর কার্যনির্বাহী সদস্য খায়েজ আহমেদ ভূঁইয়া ও  মোঃ শহিদুল্লাহ ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,
কলেজের অধ্যক্ষ এস এম মোস্তাক আহমেদ ,কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক, উপ পরিচালক মোশাররফ হোসেন, উপপরিচালক মেডিকেলে অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম ও সাবেক কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী।
ইফতার ও দোয়া মাহফিলে আজীবন সদস্যসহ প্রতিষ্ঠানের প্রি- ক্লিনিক্যাল, প্যারা ক্লিনিক্যাল, ক্লিনিক বিভাগের সর্বস্তরের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট, রেসিডেন্ট সার্জন কিউরেটর, প্রভাষক,রেজিস্টার সহকারী রেজিস্ট্রার ইন্টার্ণী শিক্ষার্থী, কর্মকর্তা,নার্স, কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।
ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোঃ মোরশেদ হোসেন আলহাজ্ব সুফি মিজানুর রহমানের ভূয়সী প্রশংসা করে বলেন জনগণের অর্থে পরিচালিত হাসপাতালটির বিভিন্ন পরোতে পরোতে এই দানবীর ব্যক্তির অবদান রয়েছে। বিশেষ করে নতুন হাসপাতাল বিনির্মাণে ৫ কোটি টাকার অনুদান প্রদান করার পাশাপাশি হাসপাতালে যে কোনো উন্নয়ন কাজে সবসময় এই মানবিক মানুষ পাশে থাকেন । এইজন্য তার দীর্ঘায়ু কামনা করেন।
জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ বলেন সমাজ হিতৈষী ব্যক্তিদের অবদানের কারণে বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এই বিশাল কর্মযজ্ঞ কাজ চলছে ।১২০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ক্যানসার ইনস্টিটিউটের কাজ ইতিমধ্যে চলমান রয়েছে।সবার সহযোগিতা আর ঐকান্তিক প্রচেষ্টা থাকলে একটি বিশ্বমানের ক্যান্সার ইনস্টিটিউট উপহার দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলহাজ্ব সুফি মিজানুর রহমান তাঁর সফলতার জীবনের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন মানবিক মানুষ হতে হলে মানুষের সেবা করতে হবে। মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য তাই মানবতার কল্যাণ একজন সেবক হিসেবে কাজ করে বেঁচে থাকতে চাই। হাসপাতালে সার্বিক উন্নয়নে তার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শেয়ার করুন