মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে বান্দা যে মহান প্রভুর দরবারে রোজা, তারাবি, রহমত, মাগফিরাত, নাজাত, শবেকদরের মতো হাজার মাসের চেয়ে উত্তম রাতের প্রাপ্তি- এসব নেয়ামতের কারণে বান্দার মনে যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়, তারই বহিঃপ্রকাশ ঘটে ঈদের দিনে। তাই মুমিনের ঈদ মানে নেয়ামতপ্রাপ্তির আনন্দ, মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনের মহা-আয়োজন।
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’! পবিত্র রমজানের শেষ দিনে আমরা তাকিয়ে থাকি আকাশের দিকে, খুঁজতে থাকি চাঁদের রুপালি আভা। চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আনন্দে মনপ্রাণ ভরে ওঠে। মন আপনা আপনি গেয়ে ওঠে: ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’! আর টেলিভিশন গুলোয় যখন ওই গানটা বাজতে থাকে, একটা খুশির হিল্লোল বইতে শুরু করে আকাশে-বাতাসে!
গত দুই বছর আমাদের ঈদগুলো এসেছে করোনার বৈশ্বিক মহামারির মন খারাপ করা মেঘের ছায়ায়। এমনটা অভিমত ব্যক্ত করেন নগর যুবলীগ নেতা মোঃ আব্দুল আজিম ।
পৃথিবীর সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কল্যাণে দোয়া কামনা করেন । দেশের সকল শ্রেণি পেশার মানুষ ও রেমিট্যান্স যুদ্ধা প্রবাসী সহ তাঁর পৈতৃক জন্মভূমি দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নং ওয়ার্ড ও নগরবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
আবদুল আজিম সুন্দর সমাজ বিনির্মাণে সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত জনকল্যাণ উন্নয়নমূলক বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
ইতিপূর্বে করোনা মহামারী দুর্যোগ ক্রান্তিলগ্নে মানবিক যুবলীগের পক্ষ থেকে অসহায় গরিব নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন আর্থিক সহায়তা সহ নানাবিধ কর্মকাণ্ডের বেশ প্রশংসিত হয়েছেন এই নেতা।












