বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বর্ণের বারসহ পাচারকারী বিজিবির জালে ধরা 

নিজস্ব প্রতিবেদক ।।

আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনী স্বর্ণ চোরা চালান রোধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু কোনভাবেই তা ধমানো সম্ভব হচ্ছে না। কোন না কোনভাবেই পাচারকারীরা বিভিন্ন পয়েন্টে স্বর্ণসহ অন্যান্য মালামাল বিদেশে পাচার করছে।

ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ করা স্বর্ণের মূল্য দুই কোটি ৫৩ লাখ টাকা।

আটক আশিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার থেকে তাকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান গণমাধ্যমকে জানান অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার থেকে সীমান্তের দিকে আসার সম আশিকুরকে আটক করা হয়। আটকের পর তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণবার জব্দ করা হয়। যার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা।
তিনি আরও বলেন, এ নিয়ে গত ছয় মাসে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণ আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়ন। যার সিজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। উদ্ধার করা স্বর্ণসহ অভিযুক্ত আশিকুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন  বাঁশখালীতে তিব্বত কোম্পানির বিক্রয় প্রতিনিধি খুন
শেয়ার করুন