মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর :
নবাগত পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম এর সাথে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখায় কর্মরত অফিসার ও ফোর্সের পরিচিতি ও মতবিনিময় সভা ১০ সেপ্টেম্বর শনিবার ২০২২খ্রি. দুপুর ০১ টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম জেলা গোয়েন্দা শাখায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত পর্বের শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ জাহাংগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) জনাব সুজন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ এমরান আলী পিপিএমসহ চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখায় কর্মরত অফিসার ও ফোর্সগণ।।
এর আগে গত ০৭ সেপ্টেম্বর ২০২২খ্রি. পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের সাথে মতবিনিময় সভা আয়োজন করেন।
ওই সময় ও সকলের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জাহাংগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সুজন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ এমরান আলী পিপিএমসহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত অফিসার-ফোর্স ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
সংবাদটির পাঠক সংখ্যা : ১