শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীতে এসএসসি ’৯৫” ব্যাচের আহবায়ক কমিটি গঠন 

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর ।।
এসএসসি ব্যাচ’ ৯৫ বাঁশখালী, চট্টগ্রাম এর স্কুল প্রতিনিধি নিয়ে ০৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ এক মতবিনমিয় সভা নগরীর একটি রেস্তোরাঁয় অনুস্ঠিত হয়। মতবিনিময় সভায় বাঁশখালীর বিভিন্ন উচ্চবিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত থেকে এসএসসি ব্যাচ’৯৫ এর পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচী নিয়ে আলোচনা করেন।
সভায় প্রতিনিধিগণ জানান যে, এসএসসি ব্যাচ’ ৯৫ বাঁশখালী, একটি সুহৃদ সংগঠন। এ সংগঠনের মাধ্যামে শিক্ষা বিষয়ক কর্মসুচী, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করার আশা ব্যক্ত করেন।
সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন করার লক্ষে উপস্থিত প্রতিনিধিগণের মতামতের ভিত্তিতে বাবলু কুমার দেবকে ( নাপোড়া সেখেরখীল উচ্চ বিদ্যালয়) আহবায়ক ও মোহাম্মদ জয়নুল আবেদীনকে ( কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়) সদস্য-সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যদের মধ্যে মনজুরুল ইসলাম (পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়), নুরুল মুহাম্মদ কাদের (গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়), এয়ার মোহাম্মদ (বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়), বাবুল বড়ুয়া (বাঁশখালী পাইলট উচ্চ বিদ্যালয়)  দেলোয়ার হোসেন চৌধুরী ( বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়) , ও আবুল হোসেন (কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়),
যুগ্ম আহবায়ক হিসাবে মনোনীত করা হয়।
অন্যদিকে আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে যারা রয়েছেন তাঁরা হলেন, জাহাঙ্গীর আলম (বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়) মোঃ আব্দুল আলীম ( কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়), সুলতানা বাজেকা অরু (কালীপুর নাসেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়),  জহির উদ্দিন ( পুঁইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয়), মোহাম্মদ আলী (সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়), আবছার কামাল (চাম্বল উচ্চ বিদ্যালয়), ফয়জুন্নেসা মিলি (বাঁশখালী সরকারি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়), মোঃ শরীফজামান অরুপ (কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়), আব্দুল মোতালেব ( বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়), রতন আচার্য্য (নাপোড়া সেখেরখীল উচ্চ বিদ্যালয়), রেজাউল ইসলাম (বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়), লালু কান্তি দে ( বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়), মোঃ জুনায়েদ মুকুল (পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়), নুর মোহাম্মদ ( চাম্বল উচ্চ বিদ্যালয়), মো. কাসেম মিয়া (সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়),  মিজানুর রহমান (পুঁইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয়) ও প্রতিভা তালুকদার (বাঁশখালী সরকারি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়) ।
আহবায়ক কমিটি বাঁশখালী উপজেলা হতে ১৯৯৫ সালে যারা এসএসসি পাস করছেন তাদেরকে সংগঠনে সদস্য হয়ে আগামীতে অনুষ্টিতব্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তরিক আহবান জানান।
শেয়ার করুন