শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রামে লোহাগাড়ায় দিনদুপুরে যুবককে ‘অপহরণ’, ভিডিও ভাইরালে মুক্তি!

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রকাশ্য দিনদুপুরে ভরা বাজার শত শত জনতার সামনে থেকে মো. মামুন  (৩২) নামে এক ব্যক্তিকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গ্যারেজ ভাড়ার টাকা পরিশোধ না করায় ওই ব্যক্তিকে পাওনাদারেরা তুলে নিয়ে যায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় দ্রুত তাকে ছেড়ে দেয় পাওনাদারেরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বটতলি কাঁচা বাজারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের পাশে ওই ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডা চলছে এক ব্যক্তির সঙ্গে। এর মধ্যেই আরেকজন এসে ওই ব্যক্তির পা ধরে জোরপূর্ব মোটরসাইকেলে তুলে নিয়ে পেছনে বসে তাকে জাপটে ধরে ঘটনাস্থল ত্যাগ করছেন।

তবে এই বিষয়ে ভিকটিম এবং অপহরণকারী কারো বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল নামে এক ব্যক্তির কাছে গ্যারেজ ভাড়া নিয়েছিলেন মামুন। সেই টাকা পরিশোধ না করায় তার সঙ্গে রাস্তায় বাক-বিতণ্ডার একপর্যায়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তুলে নেওয়ার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘণ্টাখানেক পর তাকে ছেড়ে দেয় তারা।

লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, ফেসবুকে ভিডিওটি দেখেছি। তবে তাদের শনাক্ত করার আগেই তাকে ছেড়ে দিয়েছে। আর্থিক লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে বাড়াবাড়ির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে তারা বিষয়টি মীমাংসা করে নিয়েছে। মামুনের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন