শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নতুন ভবনে ৩০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক আইসিইউ উদ্বোধন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন ( চট্টগ্রাম) মহানগর।।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নতুন ভবনে ৩০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক আইসিইউ ওয়ার্ড শনিবার ০৭ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
 এ উপলক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, এনেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অলক নন্দী, আইসিইউ বিভাগের ইনচার্জ ডাঃ মাহাদী হাসান।
প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী, এমপি বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের বেসরকারী পর্যায়ে একটি শীর্ষস্থানীয় হাসপাতাল। এটি চট্টগ্রামবাসীর হাসপাতাল। চট্টগ্রামের আপামর জনসাধারণ, ব্যবসায়ী, শিল্পপতি থেকে শুরু করে সবাই এই হাসপাতালের উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন। করোনাকালেও চট্টগ্রামবাসী আপনাদেরকে সর্বাত্বক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদেরকেও সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। যেহেতু এটি একটি চেরিটেবল হাসপাতাল তাই সব ধরনের রোগীদের সেবা প্রদানের বিষয়ে সর্বাত্বক মনোযোগ দিতে হবে। হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও ইনফেকশন কন্ট্রোলের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এছাড়া হাসপাতালের সব ধরনের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করার জন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বৃহত্তর পরিসরে নতুন এই আইসিইউর মাধ্যমে এখানকার রোগীরা আরো বেশি সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  তিনি মা ও শিশু হাসপাতালের উন্নয়নে তার ব্যক্তিগত এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। হাসপাতালের জন্য এমআরআই মেশিন ক্রয় এবং হাসপাতালের যেসকল সমস্যার বিষয়ে অবহিত করা হয়েছে তা তিনি সমাধানের জন্য প্রয়োজনীয়  উদ্যোগ গ্রহন করবেন।
বিশেষ অতিথি  আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, আমি চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হিসেবে সম্প্রতি যোগদান করেছি। আজকে আপনাদের হাসপাতালে এসে বেসরকারী ভাবে পরিচালিত এই বিশাল হাসপাতাল দেখে আমি খুবই অভিভুত হয়েছি। আমি জেনেছি করোনাকালে আপনারা করোনা রোগীদের চিকিৎসা সেবায় প্রশংসনীয় অবদান রেখেছেন। তিনি হাসপাতালের চলমান বিভিন্ন বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বস্ত করেছেন। এর আগে মন্ত্রী মহোদয় ফিতা ও কেক কেটে নতুন আইসিইউর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী সৈয়দ আজিজ নাজিম উদ্দিন, ডাঃ কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির,   কার্যকরী সদস্য মোঃ হারুন ইউসুফ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়–য়া, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন,আইসিএইচ) ডাঃ মোঃ আবু সৈয়দ চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর জাহাঙ্গীর আলম সহ হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডাঃ নুজহাত শারমিন রুহি।
শেয়ার করুন