শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রামে সময়ের আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো জাতীয় দৈনিক সময়ের আলোর চতুর্থ বর্ষপূর্তি। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এই বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে কেক কাটেন ও বক্তব্য রাখেন চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন,ইসলামি সাহিত্যিক ও মানবাধিকার গবেষক এম জহুরুল আনোয়ার কেক কাটায় অংশ নেন।
সাংবাদিক মুহাম্মদ মহিউিদ্দনের সঞ্চালনায় সময়ের আলোর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট নুরুল মোহাম্মদ কাদের, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ৩৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল আজিম আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আবু নাছের, সহ সভাপতি নুর মোহাম্মদ, যুবলীগ নেতা সাহেদুর রহমান টিটু, মোহাম্মদ এরশাদ, এম এ হান্নান রোবেল,সাংবাদিক মিনাল কান্তি দে,সাংবাদিক এম এন ইসলাম চৌধুরী, সাংবাদিক আমিনুল হক শাহীন,সাংবাদিক নিজামুদ্দিন সোহান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সময়ের আলোর চতুর্থ বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে চসিকের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, আমার জানামতে সময়ের আলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। পত্রিকাটির লেখা দেখলে বুঝা যায়, তার উদ্দেশ্য-আদর্শ। গণমুখী সাংবাদিকতা আর নৈতিক আদর্শের কারণে পত্রিকাটি অল্প সময়ে পাঠকের মন জয় করে নিয়েছে।
তবে পত্রিকাটিতে চট্টগ্রামের খবর তেমন গুরুত্ব পায় না। শুধু সময়ের আলো নয়, জাতীয় অনেকগুলো পত্রিকা আছে যেখানে চট্টগ্রামের খবর খুব বেশি গুরুত্ব পায় না। তারা চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ছাপায় শুধু। আমি আশা করব সময়ের আলো সেখান সরে আসবে। চট্টগ্রামের বুকে জায়গায় করে নিবে সময়ের আলো।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডা. মো. মোরশেদ বলেন, দেশে পত্রিকা অগণিত। কিন্তু মানসম্মত ও নীতি আদর্শের পত্রিকা খুবই কম। মনতুষ্টির সাংবাদিকতা গ্রাস করছে সমাজকে ও রাষ্ট্রকে। মনোজগতের সাংবাদিকতার দিকে সময়ের আলো এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। সেই সাথে চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। তাই মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের ভার নিজের হাতে তুলে নিয়েছেন। সময়ের আলোও চট্টগ্রামের কথা বেশি বলবে সেটাই প্রত্যাশা।

সময়ের আলোর পত্রিকার জার্নি দীর্ঘ বছরের না হলেও মাত্র চার বছরে নীতি ও আদর্শের জায়গায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পাঠকের মন জয় করেছে বলে মন্তব্য করেন নুরুল মোহাম্মদ কাদের।

শেয়ার করুন