বাঁশখালীর কৃতিমুখ প্রাবন্ধিক ও সংগঠক’ নুরুল মুহাম্মদ কাদের’ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলার সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন শাখায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ( ভূমি) অফিসে কর্মরত নন ক্যাডার কর্মকর্তা- কর্মচারীদের সংগঠন ‘বাকাসস’ চট্টগ্রাম জেলার দ্বিবার্ষিক সম্মেলন বিগত ৩ মে ২০২৩ খি তারিখ জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরী শাখার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার চৌধুরী ও উপ সহ. প্রশাসনিক কর্মকর্তা মো: আবদুল মন্নান বাকাসস চট্টগ্রাম জেলা কমিটি গঠন করেন। গঠিত কমিটি কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ার পর ১০ মে ২০২৩ তা প্রকাশিত হয়।
উক্ত কমিটিতে এস.এম আরিফ হোসনেকে সভাপতি ও মোহাম্মদ জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক, ফজলে আকবর চৌধুরীকে সি. সহসভাপতি এবং নুরুল মুহাম্মদ কাদের সহ-সভাপতি করে আগামী দুই বছরের জন্য ২৩ সদস্য বশিষ্টি বাকাসস চট্টগ্রাম জেলা শাখার র্কাযকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হলেন যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নিউটন বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সবদের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অরুণ কান্তি মল্লকি, র্অথ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক দেবাশীষ রুদ্র, সাহিত্য ও পাঠাগার সম্পাদক অর্পনা দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবদুল অদুদ, র্ধম বিষয়ক সম্পাদক মোঃ সফিউল আলম, প্রচার সম্পাদক সাহেদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া বেগম, সহ-মহলিা বিষয়ক সম্পাদিকা মনিষা ঘোষ, কার্যনির্বাহী সদস্য মো. আলী আজম খান, মো. মহিউদ্দিন আহমদ চৌধুরী, স্বপন কুমার দাশ, স্বদেশ র্শমা, মোঃ আলী হোসেন, মো. শামসুল আলম ও সিং হ্লা উ মারমা।
প্রসঙ্গত নুরুল মুহাম্মদ কাদের ১৯৭৯ সালে বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা গ্রামে জন্ম গ্রহণ করেন। পেশায় চাকুরিজীবী হলেও জীবনমুখী লেখালেখির জন্য জীবনমুখী কথাকার লেখক পরিচিতি লাভ করেন। তিনি জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও সোশ্যাল মিডিয়ার নিয়মিত লেখক। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং সেবামুলক কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ বাঁশখালীর আলোকিত মানুষ হিসেবে ভূষিত হন। ইতিপূর্বে তিনি বিপুল ভোটে কেসিদে ইনস্টিটিউটের (অফিসসার্স ক্লাব), যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। তাছাড়া তিনি দি চিটাগাং কো অপারেটিভ অফিসার্স সোসাইটি লি. ব্লাডফ্রেন্ড সোসাইটি, বাঁশখালী সমিতি, গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম, বাঁশখালী ফাউন্ডেশন, সম্প্রীতি পরিষদ, এসএসসি ব্যাচ’৯৫ বাঁশখালীসহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছেন। স্বীকৃতিসরূপ সাপ্তাহিক বিচিত্রা সেরা গাল্পিক পুরস্কার ও বিভিন্ন সম্মনানা স্মারকে ভূষিত হন। অনন্য জীবনকথক নুরুল মুহাম্মদ কাদেরের প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বিয়ে ও সংসার’ (২০১২) দ্বিতীয় গ্রন্থ ‘খতিয়ান কথন’ (২০১৭), তৃতীয় গ্রন্থ ‘বিজ্ঞানের হঠাৎ আবিস্কার’ ২০১৯। সবকয়টি বই পাঠকপ্রিয়তা অর্জন করে। কেসিদে ইনস্টিটিউট (অফিসসার্স ক্লাব) এর নিয়মিত প্রকাশনা প্রয়াস এবং গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর শ্রুতি ও স্মৃতি’২০২২ স্মারক গ্রন্থের সম্পাদক। উল্লেখ্য যে, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) দেশের ৬৪ জেলায় জেলা প্রশাসনে কর্মরত নন ক্যাডার কর্মকর্তা- কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী সংগঠন।
এবার উক্ত কমিটিতে বাঁশখালী থেকে দুইজন স্থান পেয়েছে তৎমধ্যে একজন নূরুল মোহাম্মদ কাদের অপরজন সাহিত্য ও পাঠাগার সম্পাদক অর্পনা দাশ।












