শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

স্কুলে বসেই অষ্টম শ্রেণির ৬ শিক্ষার্থীর মদপান

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।।

মদ্যপান  তাও আবার  যেখানে-সেখানে নয় স্কুল প্রাঙ্গণে এমন  ঘটনা ঘটেছে নাটোরের দিঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয়ে।

স্কুলে মদ্যপানের অভিযোগে নাটোরের দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে এ ঘটনায় অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার (২৪ মে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক আব্দুল আলিম জানান, অষ্টম শ্রেণির ছয় শিক্ষার্থী সোমবার (২২ মে) স্কুল চলাকালীন নতুন ভবনের তৃতীয় তলার অব্যবহৃত সিঁড়িতে বসে মদ্যপান করছিল। এ সময় সংবাদ পেয়ে শিক্ষকরা তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে ম্যানেজিং কমিটি না থাকায় শিক্ষকমণ্ডলীর সম্মিলিত সিদ্ধান্তে তাদের টিসি দেওয়া হয়। কিন্তু এ নিয়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তিনি আরও জানান, আবার অন্য অভিভাবকরা শিক্ষকদের সিদ্ধান্তে সমর্থন জানায়। উদ্ভূত পরিস্থিতিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারকে অবহিত করলে তিনি আপাতত ছয় শিক্ষার্থীকে ক্লাসে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন।

শেয়ার করুন