মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।
প্রাবন্ধিক লেখক নুরুল মোহাম্মদ কাদেরের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি কেসি দে ইনস্টিটিউটের যুগ্ন সম্পাদক ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেএম শাখায় কর্মরত রয়েছেন। শুক্রবার ২৮ জুলাই রঙ্গম কনভেনশন হলে বিকাল ৪ টায় এই ঘটনা ঘটে।
জানা যায় গতকাল নুরুল মুহাম্মদ কাদের তার পুত্র সন্তান আবরার শাহরিয়ার ( ৭) কে নিয়ে কোতোয়ালি থানা এলাকার মুসলিম হাই স্কুল সংলগ্ন রঙ্গম কনভেনশন হলে সামাজিক অনুষ্ঠানে দাওয়াতে যায়।
ওই মোবাইল ফোনটি তার ছেলে আবরারের হাতেই ছিল।সিসিটিভি ফুটেজে দেখা যায় অত্যন্ত সুকৌশলে খেলার ছলে এক কিশোর মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যাচ্ছে ।
প্রসঙ্গে নুরুল মোহাম্মদ কাদের জানান মোবাইল ছিনতাইয়ের ঘটনাটা আমাকে অবাক করেছে। তবে দুঃখের বিষয় হল যেহেতু আমি লেখালেখি করি কাজেই আমার অনেক গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য উপাত্ত ছিল যা আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।তবে কোতোয়ালি থানায় মোবাইল হারানোর বিষয়ে জিডি করেছি আশা করি পুলিশ প্রশাসন গুরুত্বের সহিত মোবাইল উদ্ধারের সহায়ক ভূমিকা পালন করবেন।
কনভেনশন হলের স্বত্বাধিকারী দিলীপ মল্লিক জানান,ইতিপূর্বে আমাদের কনভেনশন হলে মোবাইল ছিনতাইয়ের রেকর্ড নাই।অত্যন্ত নিরাপত্তার বেষ্টনী রয়েছে হলের। সিসিটিভি ফুটেজে যে ছেলেটি মোবাইল ফোন নিয়ে যাচ্ছে ওই ছেলেটি বহিরাগত না আগত মেহমানদের মধ্যে কেউ তা আমরা নিশ্চিত করে বলতে পারছিনা। তবে মোবাইল উদ্ধারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস তার।
কোতোয়ালি থানার এএসআই (নিরস্ত্র) সাইফুল আলম জানান সিসিটিভি ফুটেজ ক্লিয়ার না হওয়ার কারণে ছিনতাকারি কে শনাক্ত করতে সমস্যা হচ্ছে। তবে মোবাইল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : ১১